শনিবার ফের একটা ডার্বি, সেরা পাঁচ মোহন–ইস্ট লড়াইয়ের খোঁজ করল আজকাল ডিজিটাল

img

১৮ অক্টোবর। শনিবার। ফের একটা কলকাতা ডার্বি। এবার শিল্ড ফাইনালে মুখোমুখি মোহনবাগান ও ইস্টবেঙ্গল।

img

মুখোমুখি সাক্ষাতে ইস্টবেঙ্গল কিছুটা এগিয়ে থাকলেও এই ডার্বির দিনে ফিরে দেখা সেরা পাঁচ কলকাতা ডার্বিকে।

img

আইএফএ শিল্ড ফাইনাল (‌১৯৭৫)‌:‌ সেবার ইতিহাস গড়েছিল ইস্টবেঙ্গল। ফাইনালে মোহনবাগানকে উড়িয়ে দিয়েছিল ৫–০ গোলে। এটাই ডার্বির ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে জয়।

img

আই লিগ (‌২০০৯)‌:‌ পাঁচ গোলে হারের বদলা নিয়েছিল সবুজ মেরুন। লাল হলুদকে হারিয়েছিল ৫–৩ গোলে।

img

ডুরান্ড ফাইনাল (‌২০০৪)‌:‌ টানটান উত্তেজনার ম্যাচে জিতেছিল লাল হলুদ। ২–১ গোলে। ১০ জনে খেলে এসেছিল জয়। শেষ মুহূর্তে জয়সূচক গোল করেছিলেন অধিনায়ক চন্দন দাস।

img

আইএফএ শিল্ড ফাইনাল (‌১৯৪৫)‌:‌ সেবার ফাইনালে একমাত্র গোলে লাল হলুদ হারিয়েছিল সবুজ মেরুনকে।

img

ডুরান্ড কাপ ফাইনাল (‌১৯৮৪)‌:‌ এক গোলে ইস্টবেঙ্গলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল মোহনবাগান। একমাত্র গোলটি করেছিলেন বিদেশ বসু।