আজ ১৮ অক্টোবর ধনতেরাস। ভূত চতুর্দশীর ঠিক আগের দিন কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালন করা হয় ধনতেরাস। এই শুভ দিনে বৃহস্পতি-শনির বিপরীত রাজযোগে তিন রাশির ভাগ্যে ইতিবাচক পরিবর্তন হতে চলেছে।
2
8
জ্যোতিষশাস্ত্রে যে কোনও গ্রহের স্থান পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কখনও কখনও গ্রহের ঘর বদলে বিশেষ যোগ তৈরি হয় যা বিভিন্ন রাশির উপর শুভ-অশুভ প্রভাব ফেলে। জ্যোতিষশাস্ত্রে দেবগুরু বৃহস্পতি জ্ঞান ও বুদ্ধির কারক বলে বিবেচিত হন। প্রায় ১২ মাস পর এক রাশি থেকে অন্য রাশিতে গমন করেন বৃহস্পতি। আর একটি রাশিচক্র সম্পূর্ণ করতে বৃহস্পতির ১২ বছর সময় লাগে। বৈদিক জ্যোতিষ অনুসারে সময় ভাল চললে বলা হয়ে থাকে যে তাঁর বৃহস্পতি তুঙ্গে রয়েছে।
3
8
এবছর দেবগুরু অতিচারি চালে চলছেন। অর্থাৎ বৃহস্পতি স্বাভাবিক গতির চেয়ে দ্রুত গতিতে রাশিচক্রে পরিবর্তন আনছেন। ফলে এক বছরের মধ্যেই বৃহস্পতি দু’বার রাশি পরিবর্তন করবেন। এই অবস্থার কারণে বিভিন্ন গ্রহের সঙ্গে তাঁর যুগল প্রভাব সৃষ্টি হয়ে শুভ ও অশুভ রাজযোগ তৈরি হচ্ছে।
4
8
আজ ১৮ অক্টোবর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত বৃহস্পতি কর্কট রাশিতে অবস্থান করবেন। এরপর ২০২৬ সালের ২ জুন থেকে ওই বছরের ৩১ অক্টোবর পর্যন্ত এবং পুনরায় ২৫ জানুয়ারি ২০২৭ থেকে ২৬ জুন ২০২৭ পর্যন্ত তিনি আবার কর্কট রাশিতে গমন করবেন।
5
8
বর্তমানে গুরু গ্রহের নিজ রাশি মীনে বক্রী দশায় রয়েছেব শনি। ফলে বৃহস্পতি ও শনির বিশেষ সংযোগে তৈরি হচ্ছে এক বিরল বিপরীত রাজযোগ। ধনতেরাসে এই বিরল যোগে ভাগ্যের চাকা ঘুরবে তিন রাশির। অর্থ-যশ-খ্যাতিতে ভরবে সেইসব রাশির জাতক-জাতিকাদের জীবন। তালিকায় আপনিও কি আছেন? জেনে নিন-
6
8
সিংহ: দীপাবলির আগেই সিংহ রাশির কপাল খুলতে চলেছে। দীর্ঘদিন ধরে চলতে থাকা সমস্যার সমাধান মিলতে পারে। চাকরি ও কেরিয়ারে উন্নতির সুযোগ পাবেন। যাঁরা বিদেশে কাজের সুযোগ খুঁজছেন, তাঁদের জন্য শুভ সময়। আর্থিক দিক থেকে জীবন আরও সুরক্ষিত হতে পারে।
7
8
ধনু: ধনু রাশির জীবনে গুরু-শনির বিপরীত রাজযোগ লাভজনক হতে চলেছে। এই সময় স্বাস্থ্যের সমস্যা মিটবে। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। নতুন চাকরির সুযোগ পেতে পারেন। ব্যবসায়ে পার্টনারের সঙ্গে বড় বিনিয়োগ করতে পারেন। অনেক দিন ধরে কোনও কাজ আটকে থাকলে এবার তা শেষ করতে পারবেন।
8
8
তুলা: তুলা রাশির জীবনে বিপরীত রাজযোগ শুভ হতে চলেছে। কর্মক্ষেত্রে পরিশ্রমের দাম পাবেন। কেরিয়ারে নতুন দিশায় সাফল্য আসবে। লটারির টিকিট কাটলে বাম্পার লাভ হতে পারে। আয়ের নতুন উৎসের সন্ধান পাওয়ায় আর্থিক পরিস্থিতি বদলে যেতে পারে।