ধনতেরাসে সোনা কিনতে চান?‌ জেনে নিন কলকাতায় হলুদ ধাতু কত টাকায় বিকোচ্ছে

img

আসন্ন দীপাবলি। শুরু হবে ধনতেরাস। এসময় অনেকেই সোনা কিনতে চান। কিন্তু সোনার দাম যে বেড়েই চলেছে।

img

শনিবার ১৮ অক্টোবর শহর কলকাতায় ২২ ক্যারাটের হলমার্ক সোনার গহনার ১০ গ্রামের দাম ১ লক্ষ ২৫ হাজার ১০০ টাকা। যা শুক্রবারের চেয়ে অনেকটাই বেড়েছে।

img

২৪ ক্যারাটের খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১,৩১,৬০০ টাকা। শুক্রবারের চেয়ে যা অনেকটাই বেশি।

img

২৪ ক্যারাটের পাকা সোনার বাটের ১০ গ্রামের দাম শনিবার ১,৩০,৯৫০ টাকা। শুক্রবারের চেয়ে যা বেশ খানিকটা বেশি।

img

রুপোর দামও হু হু করে বেড়ে গিয়েছে। শনিবার ১৮ অক্টোবর কলকাতায় ১ কেজি খুচরো রুপোর দাম ১,৭৩,৭০০ টাকা।

img

১ কেজি রুপোর বাটের দাম দাঁড়িয়েছে ১,৭৩,৬০০ টাকায়।

img

দেশের অন্যান্য শহরেও সোনার দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। মধ্যবিত্তের মাথায় পড়েছে হাত।