ধনতেরাসে সোনা কিনতে চান? জেনে নিন কলকাতায় হলুদ ধাতু কত টাকায় বিকোচ্ছে
-
রজত বসু
-
শনিবার, 18 অক্টোবর 2025
আসন্ন দীপাবলি। শুরু হবে ধনতেরাস। এসময় অনেকেই সোনা কিনতে চান। কিন্তু সোনার দাম যে বেড়েই চলেছে।
শনিবার ১৮ অক্টোবর শহর কলকাতায় ২২ ক্যারাটের হলমার্ক সোনার গহনার ১০ গ্রামের দাম ১ লক্ষ ২৫ হাজার ১০০ টাকা। যা শুক্রবারের চেয়ে অনেকটাই বেড়েছে।
২৪ ক্যারাটের খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম দাঁড়িয়েছে ১,৩১,৬০০ টাকা। শুক্রবারের চেয়ে যা অনেকটাই বেশি।
২৪ ক্যারাটের পাকা সোনার বাটের ১০ গ্রামের দাম শনিবার ১,৩০,৯৫০ টাকা। শুক্রবারের চেয়ে যা বেশ খানিকটা বেশি।
রুপোর দামও হু হু করে বেড়ে গিয়েছে। শনিবার ১৮ অক্টোবর কলকাতায় ১ কেজি খুচরো রুপোর দাম ১,৭৩,৭০০ টাকা।
১ কেজি রুপোর বাটের দাম দাঁড়িয়েছে ১,৭৩,৬০০ টাকায়।
দেশের অন্যান্য শহরেও সোনার দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে। মধ্যবিত্তের মাথায় পড়েছে হাত।