অমিতাভ বচ্চনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যের পর সারারাত কেঁদেছিলেন এই অভিনেত্রী! কী এমন হয়েছিল নায়িকার সঙ্গে?
সংবাদসংস্থা মুম্বই
শুক্রবার, 17 অক্টোবর 2025
1
6
অভিনেত্রী স্মিতা পাটিল, একসময় সমান্তরাল সিনেমার এক শক্তিশালী মুখ হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু তাঁকেও বাণিজ্যিক হিন্দি ছবির জগতে এসে নানা দ্বিধা ও অস্বস্তির সম্মুখীন হতে হয়েছিল। জানা যায়, স্মিতা পাটিল অভিনীত ‘নমক হালাল’ ছবির বিখ্যাত গান ‘আজ রাপট জায়ে তো’র বৃষ্টির দৃশ্যে অমিতাভ বচ্চনের সঙ্গে নাচতে গিয়ে চরম অস্বস্তি বোধ করেছিলেন।
2
6
এই গানটি ছিল সেই সময়ের বাণিজ্যিক সিনেমার একটি গুরুত্বপূর্ণ অংশ, যেখানে অভিনেত্রীদের গ্ল্যামারাস রূপে দেখানো হতো। জানা যায়, শুটিং শেষ হওয়ার পর তিনি সারারাত কেঁদেছিলেন। শিল্পের প্রতি তাঁর দায়বদ্ধতা সত্ত্বেও, এই ধরনের দৃশ্য তাঁর জন্য ব্যক্তিগতভাবে খুব কঠিন ছিল।
3
6
তিনি তাঁর মূল্যবোধ এবং বাণিজ্যিক ছবির চাহিদার মধ্যে একটি সংঘাত অনুভব করতেন, যেখানে প্রায়শই নারীর শরীরকে প্রদর্শনের বস্তু হিসেবে দেখা হতো।
4
6
স্মিতা পাটিলের ব্যক্তিগত জীবনের অন্য একটি বেদনাদায়ক অধ্যায় ছিল প্রখ্যাত পরিচালক যশ চোপড়ার দ্বারা প্রত্যাখ্যাত হওয়া। যশ চোপড়ার মতো একজন সফল পরিচালকের ছবিতে কাজ করার সুযোগ অনেক নায়িকার কাছেই স্বপ্নের মতো ছিল। কিন্তু যখন যশ চোপড়া তাঁকে কোনও একটি চরিত্রে নেননি, তখন স্মিতা অত্যন্ত আঘাত পেয়েছিলেন। তিনি মনে করতেন, যেহেতু তিনি সহজে মানুষের সঙ্গে মিশে যেতে পারতেন না বা 'মিষ্টি কথা' বলতে পারতেন না, তাই তাঁকে অনেক চরিত্র হারাতে হয়েছে।
5
6
জানা যায়, পরে অবশ্য যশ চোপড়া তাঁর ভুল স্বীকার করে বলেছিলেন যে তিনি নিজেই লজ্জিত ছিলেন বলে সরাসরি স্মিতাকে জানানোর সাহস পাননি। এই সমস্ত ঘটনা স্মিতা পাটিলের মতো একজন সংবেদনশীল শিল্পীর জীবনের জটিলতা তুলে ধরে। এক দিকে ছিল তাঁর অসাধারণ অভিনয় প্রতিভা, যা তিনি সমান্তরাল সিনেমায় প্রকাশ করেছেন; অন্য দিকে ছিল বলিউডের মূলধারার সিনেমার চাপ, যেখানে তাঁকে এমন কিছু করতে হতো যা তাঁর মূল্যবোধের সঙ্গে খাপ খেত না।
6
6
স্মিতা পাটিল নারী স্বাধীনতা এবং সমাজে নারীদের অবস্থানের বিষয়েও অত্যন্ত সোচ্চার ছিলেন। তাঁর জীবন ছিল নারী শিল্পীদের দীর্ঘ সংগ্রামেরই এক প্রতিচ্ছবি—কীভাবে তাঁরা গ্ল্যামার ও শিল্পের দ্বন্দ্বে নিজেদের স্থান খুঁজে নিতে সচেষ্ট ছিলেন।