সুদের হার স্থির থাকলেও হতে পারে পরিবর্তন, দেখে নিন ফিক্সড ডিপোজিটে কোথায় বিনিয়োগ করবেন
Sumit Charkaborty
শুক্রবার, 17 অক্টোবর 2025
1
11
ভারতের রিজার্ভ ব্যাঙ্কের মনিটারি পলিসি কমিটি অক্টোবর মাসের বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিলেও, বুধবার প্রকাশিত বৈঠকের কার্যবিবরণী ইঙ্গিত দিচ্ছে—শিগগিরই সুদের হার কমতে পারে।
2
11
আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা বলেছেন, “আরও কিছুটা সুদের হার কমানোর সুযোগ রয়েছে, এবং সঠিক সময়ে তা করা হবে যাতে কাঙ্ক্ষিত প্রভাব পড়ে।” ছয় সদস্যের কমিটিতে গভর্নরসহ পাঁচজনই ১ অক্টোবর শেষ হওয়া বৈঠকে রেপো রেট অপরিবর্তিত রাখার পক্ষে ভোট দেন।
3
11
রেপো রেট হল সেই হার, যে হারে কেন্দ্রীয় ব্যাঙ্ক বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে ঋণ দেয়। এর ওঠানামা সরাসরি প্রভাব ফেলে ঋণের খরচ ও ডিপোজিটের সুদের হারে। তাই আরবিআই যখন হার কমানোর ইঙ্গিত দিচ্ছে, তখন ফিক্সড ডিপোজিট বিনিয়োগকারীদের জন্য ভবিষ্যতে কম রিটার্ন পাওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।
4
11
বর্তমানে কিছু ব্যাঙ্ক ৮% বা তার কাছাকাছি সুদ দিচ্ছে। উদাহরণস্বরূপ, যদি কোনও বিনিয়োগকারী এখন ৮% হারে এফডি করেন এবং পরে বাজারের হার ৭.৭% বা ৭.৫%-এ নেমে আসে, তবুও তিনি পুরো মেয়াদে ৮% সুদ পাবেন।
5
11
এফডি মানে নির্দিষ্ট সময়ের জন্য একটি নির্দিষ্ট সুদে টাকা লক করা। পরিপক্কতার আগে টাকা তুলতে গেলে জরিমানা দিতে হয়। তাই একবার বিনিয়োগ করলে, বাজারে সুদ কমলেও আপনি আগের নির্ধারিত হারেই উপার্জন চালিয়ে যেতে পারবেন।
6
11
জানা স্মল ফিনান্স ব্যাঙ্ক ১ বছরে সুদ দেবে ৭.২৫ শতাংশ, ৩ বছরে দেবে ৭.৫০ শতাংশ, ৫ বছরে দেবে ৮ শতাংশ।
7
11
স্লাইস স্মল ফিনান্স ব্যাঙ্ক ১ বছরে সুদ দেবে ৬.২৫ শতাংশ, ৩ বছরে দেবে ৭.৫০ শতাংশ, ৫ বছরে দেবে ৭ শতাংশ।
8
11
সূর্যোদয় স্মল ফিনান্স ব্যাঙ্ক ১ বছরে দেবে ৭.৪০ শতাংশ, ৩ বছরে দেবে ৭.২৫ শতাংশ, ৫ বছরে দেবে ৮.০৫ শতাংশ।
9
11
উৎকর্ষ স্মল ফিনান্স ব্যাঙ্ক ১ বছরে দেবে ৬ শতাংশ, ৩ বছরে দেবে ৭.৬৫ শতাংশ, ৫ বছরে দেবে ৭.২৫ শতাংশ।
10
11
বন্ধন ব্যাঙ্ক ১ বছরে সুদ দেবে ৭ শতাংশ, ৩ বছরে দেবে ৭ শতাংশ, ৫ বছরে দেবে ৫.৮৫ শতাংশ।
11
11
আরবিআই ভবিষ্যতে সুদ কমানোর ইঙ্গিত দিয়েছে, তাই যারা নিরাপদ ও স্থিতিশীল আয়ের সন্ধান করছেন, তাদের জন্য এখনই সুযোগ বর্তমান উচ্চ হারে এফডি লক করার।