ধনতেরাস: সোনার ঝলক নাকি বিনিয়োগের আলো? কোনটি হতে পারে সেরা অপশন
Sumit Charkaborty
শুক্রবার, 17 অক্টোবর 2025
1
12
ধনতেরাস মানেই একসময় ছিল সোনা কেনার উৎসব। ঐতিহ্য বলে, এই দিনে সোনা কেনা মানে শুভ সূচনা, সমৃদ্ধির প্রতীক। কিন্তু সাম্প্রতিক বছরগুলোয় এই উৎসবের অর্থ ধীরে ধীরে বদলে যাচ্ছে। এখন ধনতেরাস শুধু সোনার গহনা নয়—এটা হয়ে উঠছে অর্থনৈতিক সচেতনতার প্রতীক। এখন অনেকে ঐতিহ্য নয়, বরং উদ্দেশ্যভিত্তিক বিনিয়োগ প্রক্রিয়াকে গুরুত্ব দিচ্ছেন—যা ভবিষ্যতের লক্ষ্য পূরণের পথে একটি দৃঢ় পদক্ষেপ।
2
12
আজকের বিনিয়োগকারীরা বুঝতে শিখছেন যে, অস্থির আবেগ নয়, বরং শৃঙ্খলাবদ্ধ, লক্ষ্যভিত্তিক বিনিয়োগ-ই আসল সম্পদ গঠনের চাবিকাঠি। অবসরকালীন পরিকল্পনা হোক বা সন্তানের শিক্ষার খরচ—দীর্ঘমেয়াদি লক্ষ্য পূরণে বিনিয়োগের স্পষ্ট উদ্দেশ্যই তৈরি করছে নতুন প্রজন্মের আর্থিক দৃষ্টিভঙ্গি।
3
12
ভারতে মিউচুয়াল ফান্ড এখন অন্যতম নিয়ন্ত্রিত ও বিশ্বাসযোগ্য বিনিয়োগ মাধ্যম। সঠিকভাবে পরিকল্পনা করলে এগুলো কাজ করে তিনটি স্তম্ভের উপর—লক্ষ্য, ঝুঁকির সহনশীলতা এবং বিনিয়োগ দর্শন। দীর্ঘমেয়াদে ইকুইটি-ভিত্তিক বিনিয়োগই প্রমাণ করেছে যে ধৈর্য ও সময়ের সঙ্গে সঙ্গে আসল মূল্যবৃদ্ধি ঘটে।
4
12
ওয়ারেন বাফেট বলেছিলেন, “যখন আমি কোনো শেয়ার কিনি, আমি ভুলে যাই যে আমি সেটা কিনেছি।” এই কথাটিই আসলে দীর্ঘমেয়াদি বিনিয়োগের সারমর্ম—ধৈর্য আর প্রক্রিয়ার প্রতি বিশ্বাস। কিন্তু প্রত্যেকে তো নিজের হাতে শেয়ার বাছতে পারে না। সেই জায়গায় মিউচুয়াল ফান্ড হয়ে উঠেছে সঠিক সঙ্গী।
5
12
বিশেষজ্ঞ ফান্ড ম্যানেজমেন্ট, কঠোর নিয়মনীতি ও নানা ক্যাটাগরির বিকল্প—সব মিলিয়ে মিউচুয়াল ফান্ড এখন বিনিয়োগকারীদের জন্য নিরাপদ ও কার্যকর পথ। সময়ের সঙ্গে সঙ্গে চক্রবৃদ্ধি হারে বিনিয়োগের ফলাফল তৈরি করেছে প্রকৃত সম্পদ—শুধু তাদের জন্য যারা নিয়মিত ও শৃঙ্খলাবদ্ধ থেকেছেন।
6
12
আজ সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা ধারাবাহিক বিনিয়োগ একান্ত কিছু মানুষের পছন্দ নয়—এটা এখন মূলধারার সম্পদ তৈরির উপায়। মাসে মাসে রেকর্ড স্তরে পৌঁছানো SIP ইনফ্লোই প্রমাণ করছে, মানুষ এখন দীর্ঘমেয়াদি বিনিয়োগের শক্তি বুঝতে শুরু করেছেন।
7
12
আগে যেখানে ধনতেরাস মানেই ছিল এককালীন সোনা কেনা, এখন অনেকেই এই দিনটিতে শুরু করছেন নতুন SIP—নিজের আর্থিক লক্ষ্য অনুযায়ী। মিউচুয়াল ফান্ড এখন পরিবারের মূল বিনিয়োগ কাঠামোর কেন্দ্রে এসেছে। এটা সহজ, ধারাবাহিক ও দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার প্রতীক।
8
12
এখন বিনিয়োগকারীরা বুঝছেন—বাস্তব সম্পদ তৈরি হয় না অল্পসময়ের মুনাফা খুঁজে। সেটা হয় স্পষ্ট লক্ষ্য ও ধাপে ধাপে এগোনো প্রক্রিয়ার মাধ্যমে। ধনতেরাস তাই হয়ে উঠছে এমন এক সময়, যখন মানুষ থেমে নিজের বিনিয়োগ পর্যালোচনা করেন, লক্ষ্য নির্ধারণ করেন এবং নতুনভাবে শুরু করেন।
9
12
যখন বিনিয়োগ সরাসরি যুক্ত হয় জীবনের গুরুত্বপূর্ণ মাইলস্টোনের সঙ্গে—যেমন বাড়ি কেনা, সন্তানের পড়াশোনা, বা অবসরকালীন তহবিল তৈরি—তখন সিদ্ধান্তগুলো হয়ে ওঠে অনেক বেশি সচেতন ও অর্থবহ। এখানেই মিউচুয়াল ফান্ডের জায়গা একেবারে উপযুক্ত—সময়কাল ও ঝুঁকির মান অনুযায়ী নমনীয় বিকল্প দেয়, আর SIP প্রক্রিয়াকে করে তোলে সহজ ও নিয়মিত।
10
12
ডিজিটাল প্ল্যাটফর্ম, উন্নত আর্থিক শিক্ষা ও স্বচ্ছ নীতিমালা মিলিয়ে তৈরি হচ্ছে এক নতুন প্রজন্মের বিনিয়োগকারী—যারা উৎসবের আবেগে নয়, বরং দীর্ঘমেয়াদি সাফল্যের প্রক্রিয়ায় বিশ্বাস রাখছেন।
11
12
ধনতেরাসের মর্ম একটাই—যা সত্যিই মূল্যবান, তাতে বিনিয়োগ করা। এখন সেই মূল্যবোধ বদলেছে। অনেকের কাছেই মিউচুয়াল ফান্ড এখন হয়ে উঠছে সোনার বিকল্প নয়, বরং আর্থিক স্বাধীনতার বাস্তব প্রতীক।
12
12
এই উৎসবের গল্প তাই আর শুধু সোনা কেনার নয়— এটা স্মার্ট, সচেতন ও উদ্দেশ্যপূর্ণ বিনিয়োগের গল্প।