এই রোদ, এই বৃষ্টি! দুর্গাপুজোর মতো কালীপুজোর মুখেও ভাসবে প্যান্ডেল-রাস্তা, হাওয়া অফিসের বার্তায় বড় ভাবনা

img

প্যান্ডেল প্রস্তুত। লোকজন ঠাকুর দেখতেও বেরিয়ে গিয়েছিলেন। দুর্গাপুজোর মুখে, একরাতের প্রবল বর্ষণ ছারখার করে দিয়েছিল কলকাতাকে। এখন অক্টোবরের মাঝামাঝি। দেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু প্রস্থান করেছে জানানো হলেও, বঙ্গ থেকে বর্ষার প্রভাব যাচ্ছে না এখনও।

img

বৃহস্পতিবার হাওয়া অফিস জানিয়েছিল, কালীপুজোর দিন থেকে আবহাওয়া শুষ্ক থাকলেও, তার আগের দু'দিন, অর্থাৎ শনি-রবি আবহাওয়া ভোগাতে পারে বঙ্গবাসীকে। ঝড়-জলের সম্ভাবনা বেশ কয়েকটি জেলায়।

img

শনিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে রয়েছে বজ্রপাতের আশঙ্কাও। বিদায়ের আগে বর্ষার মরণ কামড় পড়তে চলেছে উপকূলবর্তী এলাকাগুলিতেই। পাহাড়েও ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছিল হাওয়া অফিস।

img

জেলায় জেলায় শীত প্রবেশের মুখেও ঝড়-বৃষ্টির কারণ হিসেবে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন ভারত মহাসাগরে তৈরি ঘূর্ণাবর্তর কথা জানিয়েছিল হাওয়া অফিস।

img

যদিও শুক্রবার সকালের পূর্বাভাসে, হাওয়া অফিস জানাচ্ছে, আপাতত রাজ্যের কোনও জেলাতেই ঝড়-বৃষ্টির আর সম্ভাবনা নেই।

img

খাস কলকাতায় সকাল থেকে ঝকঝকে আকাশ। হাওয়া অফিস জানাচ্ছে, দিনভর পরিষ্কার আবহাওয়া থাকবে মহানগরে। শহরের আকাশে মেঘ জমার এখন আর কোনও সম্ভাবনাই নেই।

img

এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা ৩১.৮ ডিগ্রি, যা স্বাভাবিকের চেয়ে কিছুটা কম এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা ২৩.২ ডিগ্রি, স্বাভাবিকের চেয়ে ১.৬ ডিগ্রি কম।