অক্টোবরেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি, হু হু করে নামবে পারদ! আগেভাগেই শীতের আগমন, আবহাওয়ার মেগা আপডেট
Pallabi Ghosh
বুধবার, 08 অক্টোবর 2025
1
7
চলতি বছর বর্ষায় চরম ভোগান্তির দৃশ্য দেখা গেছে রাজ্যে রাজ্যে। অক্টোবরের শুরুতেও ভারী বৃষ্টির থেকে রেহাই মিলছে না। এর মাঝেই একাধিক রাজ্যের পাহাড়ি এলাকায় মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী থাকলেন সাধারণ মানুষ।
2
7
গত কয়েকদিন ধরেই হিমাচল প্রদেশ, জম্মু ও কাশ্মীর, উত্তরাখণ্ডে মরশুমের প্রথম তুষারপাত হয়েছে। টানা তিনদিন হিমাচল প্রদেশের পাহাড়ি এলাকা সাদা বরফের চাদরে ঢাকা রয়েছে। মঙ্গলবার রাতেও তুষারপাত হয়েছে একাধিক জেলায়।
3
7
পাশাপাশি জম্মু ও কাশ্মীরের গুলমার্গ, সোনমার্গ সহ একাধিক এলাকায় গত সপ্তাহ থেকেই তুষারপাত হচ্ছে। পাশাপাশি জম্মু ও কাশ্মীরের নীচু এলাকায় চলতি সপ্তাহে মাঝারি থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর জেরে তাপমাত্রার পারদ নামল একধাক্কায়।
4
7
মধ্য ও দক্ষিণ ভারতের রাজ্যগুলি এই আবহে স্বাভাবিক, স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সাক্ষী থাকতে পারে। ক্রমেই লা নিনা সক্রিয় হলে, তাপমাত্রার পারদ কমতে পারে। সেক্ষেত্রে আগেভাগেই শীতের আমেজ পাওয়া যাবে এ বছর।
5
7
ভারতের মৌসম ভবন জানিয়েছে, চলতি বছর অক্টোবরেও স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অধিকাংশ রাজ্যেই স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে। যদিও সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশিই থাকবে।
6
7
মৌসম ভবনের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র জানিয়েছেন, 'সাধারণত লা নিনার প্রভাবে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা কম থাকার কথা। কিন্তু অক্টোবরে দেশজুড়ে তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশিই থাকবে।'
7
7
আবহাওয়াবিদরা জানিয়েছেন, বর্ষার পরেই ভারী বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ কমতে শুরু করেছে। বর্ষা বিদায় নেওয়ার পরেই একাধিক রাজ্যে আগাম শীতের আমেজ অনুভূত হতে পারে। এই আবহে কনকনে ঠান্ডা না থাকলেও, হালকা শিরশিরানি অনুভূত হতে পারে।