দীপাবলিতে ধামাকা! কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধি নিয়ে দারুণ আপডেট
অভিজিৎ দাস
বৃহস্পতিবার, 18 সেপ্টেম্বর 2025
1
6
দীপাবলির আগে কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য সুখবর। ২০২৫ সালের জুলাই-ডিসেম্বর সময়ের জন্য ৩ শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ) বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। এর ফলে মহার্ঘ ভাতার হার ৫৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৫৮ শতাংশে গিয়ে দাঁড়াবে।
2
6
বছরে দু’বার মহার্ঘ ভাতার বার সংশোধন করা হয়। ২০২৫ সালের মার্চ মাসে, জানুয়ারী-জুন মাসের জন্য ২ শতাং বৃদ্ধির ফলে ডিএ ৫৩ শতাংশ থেকে ৫৫ শতাংশে বৃদ্ধি পেয়েছে। এখন, জুলাই-ডিসেম্বর ২০২৫ সময়ের জন্য আরও ৩ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে।
3
6
৯,০০০ টাকার বেসিক পেনশনের একজন পেনশনভোগী ৫৫ শতাংশ হারে ৪,৯৫০ টাকা ডিএ পান। ৫৮ শতাংশ হারে সেই পরিমাণ হবে ৫,২২০ টাকা। মাসিক ২৭০ টাকা বৃদ্ধি। এর ফলে মোট পেনশনের পরিমাণ হবে ১৪,২২০ টাকা হয়।
4
6
৫৮ শতাংশ ডিএ সহ ১৮,০০০ টাকার বেসিক বেতনের একজন কর্মচারীর বেতন বৃদ্ধি পেয়ে ২৮,৪৪০ টাকা হবে। মাসিক ৫৪০ টাকা বৃদ্ধি পাবে।
5
6
কর্মীদের জন্য ভোক্তা মূল্য সূচক (সিপিআই-আইডব্লিউ সূচক) এর উপর ভিত্তি করে মহার্ঘ ভাতা বৃদ্ধি গণনা করা হয়, যা শ্রম ব্যুরো প্রতি মাসে প্রকাশ করে। সরকার পূর্ববর্তী ১২ মাসের গড় সিপিআই-আইডব্লিউ সূচকের তথ্য এবং সপ্তম বেতন কমিশনের অধীনে একটি নির্দিষ্ট সূত্র প্রয়োগ করে ডিএ বৃদ্ধি গণনা করে।
6
6
সরকার মন্ত্রিসভার বৈঠকের পর ডিএ বৃদ্ধির আনুষ্ঠানিক ঘোষণা করে। যদিও কেন্দ্রীয় মন্ত্রিসভা সাধারণত সেপ্টেম্বর এবং অক্টোবরে নতুন ডিএ হার অনুমোদন করে। তবে জুলাই থেকে এটি বকেয়া বেতনের সঙ্গে পরিশোধ করা হবে। এই বৃদ্ধি দেশের ১.২ কোটিরও বেশি সরকারি কর্মী এবং পেনশনভোগীদের উপকৃত করবে। যার ফলে তাঁরা দশেরা এবং দীপাবলি উৎসবের সময় ব্যয় করার জন্য অতিরিক্ত অর্থ পাবেন।