‘…এক ধাপ পিছিয়ে আসতে হয়’, সন্দীপ্তার পোস্টে এ কোন ইঙ্গিত! কী উত্তর দিলেন স্বামী সৌম্য

img

তাঁর পায়ের তলায় সর্ষে। ঘরে মন টেকে না। সুযোগ পেলেই ব্যাগপত্র গুছিয়ে বেড়িয়ে পড়েন। কাজের ফাঁকেই হারিয়ে যান দেশ-বিদেশের অলিগলিতে। সন্দীপ্তা সেনের ভ্রমণপ্রীতির কথা তাই আর কারও অজানা অজানা নয়।

img

আপাতত হিন্দি ধারাবাহিক ‘সম্পূর্ণা’র শুটের জন্য চণ্ডীগড়ে নায়িকা। সেখানেই ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর হাঁকডাকের মাঝে দিনযাপন। শুটিং সেটের চরম ব্যস্ততার মাঝেও তাঁর মন ছুটে যায় প্রকৃতির কাছে। কাজ থেকে আপাতত ছুটি নেই। ফ্লাইটের টিকিট কেটে যেখানে খুশি উড়ে যাওয়ার ইচ্ছে দমন করেই তাই স্মৃতিচারণ।

img

চলতি বছর স্বামী সৌম্য মুখোপাধ্যায়ের সঙ্গে বেড়াতে গিয়েছিলেন সুইজারল্যান্ডে। সেই ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে দুধের সাধ ঘোলে মেটাচ্ছেন টলিউডের অন্যতম ব্যস্ত নায়িকা।

img

বরফাবৃত পাহারের সামনে, খোলা আকাশের নীচে দু’বাহু মেলে দু’চোখ ভরে প্রকৃতিকে দেখেছেন সন্দীপ্তা। পোস্টে লিখেছেন, ‘কখনও কখনও অসীম সৌন্দর্য চাক্ষুষ করতে হলে এক ধাপ পিছিয়ে আসতে হয়।’

img

সন্দীপ্তা প্রকৃতির সৌন্দর্যে মুগ্ধ হলেও তাঁকে দেখে মুগ্ধ সৌম্য। স্ত্রীকে ভালবাসা জানিয়ে কমেন্টে রেখে এসেছেন লাল হৃদয়ের ইমোজি।

img

স্ত্রীর জন্মদিনেও তাঁকে সারপ্রাইজ দিতে কলকাতা থেকে চণ্ডীগড়ে উড়ে গিয়েছিলেন সৌম্য। হিমাচল প্রদেশের থিওগ নামের এক পাহাড়ি গ্রামে সময় কাটান তাঁরা। আপাতত ফের কাজের পালা। তবে তার মধ্যেও একে অপরকে চোখে হারাচ্ছেন সৌম্য-সন্দীপ্তা।