'ডালগোনা কফি'র পর এবার 'বানানা কফি'! কেমন খেতে কলা দিয়ে তৈরি এই পানীয়? ১০ মিনিটেই বানিয়ে ফেলতে পারেন বাড়িতে

img

১) রোজ রোজ একই পুরনো পানীয় খেতে খেতে ক্লান্ত? দক্ষিণ কোরিয়ায়, একটি নতুন ট্রেন্ড - 'কলা কফি'। এটি ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। মানুষ বাড়িতে এটি তৈরি করে অনলাইনে তাঁদের অনুভুতি প্রকাশ করছেন।

img

২) এটিই প্রথম ভাইরাল নয়! লকডাউনের সময় ডালগোনা কফির কথা মনে আছে? বর্তমানে এই 'কলা কফি' তার স্থান দখল করে নিয়েছে। এর অনন্য সংমিশ্রণ সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ঝড় তুলেছে।

img

৩) অদ্ভুত শোনালেও নেটিজেনরা এই অনন্য মিশ্রণটি পছন্দ করছেন। এটি মিষ্টির সঙ্গে ক্যাফেইনের মিশ্রণ ঘটায়।

img

৪) এখানে কী কী প্রয়োজন? ১টি কলা, ১ কাপ দুধ, ৩-৪টি বরফের টুকরো, ১ টেবিল চামচ সিরাপ, ১ কাপ কোল্ড ব্রিউ কফি। এরপরই ভাইরাল পানীয়টি কয়েক মিনিটের মধ্যেই প্রস্তুত!৪) এখানে কী কী প্রয়োজন? ১টি কলা, ১ কাপ দুধ, ৩-৪টি বরফের টুকরো, ১ টেবিল চামচ সিরাপ, ১ কাপ কোল্ড৪) এখানে কী কী প্রয়োজন? ১টি কলা, ১ কাপ দুধ, ৩-৪টি বরফের টুকরো, ১ টেবিল চামচ সিরাপ, ১ কাপ কোল্ড ব্রিউ কফি। এরপরই ভাইরাল পানীয়টি কয়েক মিনিটের মধ্যেই প্রস্তুত! ব্রিউ কফি। এরপরই ভাইরাল পানীয়টি কয়েক মিনিটের মধ্যেই প্রস্তুত!

img

৫) ধাপ ১: কোল্ড ব্রিউ কফি তৈরি করতে হবে। ধাপ ২: কলা এবং দুধ মসৃণ না হওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হবে।

img

৬) ধাপ ৩: মিশ্রণে সিরাপ এবং বরফের টুকরো যোগ করে আবার ব্লেন্ড করতে হবে। এক্ষেত্রে বরফ এটি ঠান্ডা এবং সতেজ রাখে।

img

৭) ধাপ ৪: এবার পুরোটা আবার ব্লেন্ডারে ঢেলে কোল্ড ব্রিউ কফির সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই প্রক্রিয়া উপরে ফেনার স্তর সহ ক্রিমি না হওয়া পর্যন্ত ব্লেন্ড চলবে।

img

৮) কীভাবে পরিবেশন করা যায়? একটি বড় মগে ঢেলে নিতে হবে। এরপর উপরে চকলেট পাউডার ছিটিয়ে দিতে হবে। এটি ঘন, মসৃণ হয়ে উঠবে।

img

৯) ১০ মিনিটের মধ্যে তৈরি! এরপর অনন্য এই সংমিশ্রণ 'কলা কফি' পরিবেশন করে সকলকে তাক লাগিয়ে দেওয়া যাবে।