ডিভোর্সের পর একাধিক নারীসঙ্গ! নাতাশা, জেসমিনকে ভুলে এ বার কোন লাস্যময়ীর রূপে মজলেন হার্দিক
অভিজিৎ দাস
মঙ্গলবার, 16 সেপ্টেম্বর 2025
1
9
ব্যক্তিগত জীবনের কারণে বার বার শিরোনামে থাকেন হার্দিক পান্ডিয়া। করণ জোহরের কফি উইথ করণ শোয়ে বিতর্কিত মন্তব্য বা সম্পর্কজনিত কারণ। স্ত্রী নাতাশা স্টানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পরে ব্রিটিশ গায়িকা জেসমিন ওয়ালির সঙ্গে সম্পর্ক জড়িয়েছিলেন হার্দিক। গায়িকার সঙ্গেও না কি সম্পর্ক ছিন্ন হয়ে গিয়েছে।
2
9
শোনা যাচ্ছে নতুন এক নারীর আগমন ঘটেছে হার্দিকের জীবনে। শুরু হয়েছে নতুন এক প্রেমের অধ্যায়। ভারতীয় ক্রিকেটের ভক্ত এবং সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা ভাবছেন যে হার্দিক মডেল মাহিকা শর্মার সঙ্গে ডেটিং করছেন।
3
9
মাহিকার সঙ্গে হার্দিকের সম্পর্কের জল্পনা শুরু হয়েছে একটি রেডিট পোস্ট থেকে। রেডিটে পোস্ট করা একটি ভিডিওতে মাহিকার সেলফি দেখা যাচ্ছে। সেই সেলফিতে মাহিকার পিছনে একজন পুরুষের অবয়ব দেখা যাচ্ছে। অনেকে দাবি করেছেন, ওই ভিডিয়োয় যাঁকে দেখা যাচ্ছে, তিনি ভারতীয় তারকা ক্রিকেটার হার্দিক।
4
9
আরও একটি পোস্টে ৩৩ নম্বর জার্সিটির ইঙ্গিত দেওয়া হয়েছিল, যা হার্দিকের জার্সির নম্বর। ভক্তরা আরও উল্লেখ করেছেন যে হার্দিক এবং মাহিকা উভয়ই ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করা শুরু করেছেন, যা দু’জনের সম্পর্কের গুজবকে আরও বাড়িয়ে তুলেছে। শুধু তাই নয়, হার্দিক পান্ডিয়া ও মাহিকা শর্মা সম্প্রতি একই বাথরোব পরে ইনস্টায় ছবি দিয়েছেন। ভক্তদের ঈগল চোখ এড়িয়ে যায়নি সেই ছবি।
5
9
এ মাসের শুরুতে গুজরাতের বডোদরা থেকে একটি ছবি পোস্ট করেছিলেন মাহিকা। অনেকের দাবি, হার্দিকের বাড়ি গিয়েছিলেন মডেল। তবে পুরো বিষয়টি রয়েছে গুজব এবং জল্পনার স্তরেই। মাহিকা বা হার্দিক— দু’জনের কেউই বিষয়টি নিয়ে মুখ খোলেননি।
6
9
কে এই মাহিকা শর্মা? তিনি অর্থনীতি এবং ফিন্যান্সে ডিগ্রি অর্জন করেছেন। একজন জনপ্রিয় মডেল। কয়েকটি গানের ভিডিও এবং স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছেন। মনীশ মালহোত্রা, অনিতা ডোংরে এবং তরুণ তাহিলিয়ানির মতো শীর্ষস্থানীয় ভারতীয় ডিজাইনারদের জন্য ব়্যাম্পেও হেঁটেছেন।
7
9
২০২৪ সালে ‘ইন্ডিয়ান ফ্যাশন অ্যাওয়ার্ডস’-এ ‘মডেল অফ দ্য ইয়ার’ বা বর্ষসেরা মডেলের তকমা জিতেছিলেন মাহিকা। তিনি পেশাদারিত্বের জন্যও পরিচিত। ২০২৪ সালে একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠানের আগে তাঁর চোখে তীব্র সংক্রমণ দেখা দিয়েছিল। অস্বস্তি এবং জ্বালা সত্ত্বেও মাহিকা অনুষ্ঠান থেকে পিছু হটতে রাজি হননি।
8
9
শুধু তাই নয়, এই মুহূর্তে দুবাইতেই রয়েছেন মাহিকা। রবিবার ভারত-পাক ম্যাচেও উপস্থিত ছিলেন এই মডেল অভিনেত্রী।
9
9
প্রসঙ্গত, হার্দিক-নাতাশার প্রেম পূর্ণতা পেয়েছিল মরু শহরেই। দুবাইতেই বাগদান সেরেছিলেন দুজনে। যদিও টেকেনি সেই সম্পর্ক।