পৃথিবীর একমাত্র সাদা জিরাফ কোথায় থাকে? কার ভয়ে ২৪ ঘণ্টা নিরাপত্তায় মুড়ে রাখা হয় তাকে? জানলে চোখে জল আসবে

img

আজকাল ওয়েবডেস্ক: জিরাফের সারা শরীরে বাদামি রঙের ছোপ থাকে। সেটাই স্বাভাবিক। কিন্তু জানেন কি পৃথিবীতে একেবারে ধবধবে সাদা রঙের জিরাফও আছে? শুনতে অবাক লাগলেও বিষয়টি সত্যি।

img

ব্রিটিশ সংবাদ সংস্থা বিবিসির তথ্য অনুযায়ী, পৃথিবীর একমাত্র সম্পূর্ণ সাদা জিরাফটি আছে কেনিয়াতে।

img

একটি নয় এর আগে ২০১৬ সালে মোট তিনটি সাদা জিরাফের খোঁজ মিলেছিল আফ্রিকার কেনিয়ার জঙ্গলে। কিন্তু দুঃখের বিষয়, বিরল রঙের জন্য ২০২০ সালে সাদা রঙের মা জিরাফ এবং তার সাত মাসের শাবককে হত্যা করে চোরাশিকারীরা।

img

তার পর থেকে একাই রয়েছে পুরুষ জিরাফটি। বর্তমানে সেটির ঠিকানা উত্তর পূর্ব কেনিয়ার গারিসা কাউন্টিতে।

img

পরিবেশবিদদের আশঙ্কা বিরল সাদা চামড়ার জন্য এই জিরাফটিকেও মেরে ফেলা হতে পারে। সেই কারণেই ইশকবিনি হিরোলা কমিউনিটি কনসার্ভেন্সি নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠন কড়া নজর রাখছে জিরাফটির উপর।

img

২৪ ঘণ্টা নজরদারি চালানোর জন্য জিরাফটির শিং-এ একটি জিপিএস ট্র্যাকারও লাগানো হয়েছে বলে খবর।

img

প্রসঙ্গত, আফ্রিকা ওয়াইল্ডলাইফ ফাউন্ডেশন-এর তথ্য অনুযায়ী গত ৩০ বছরে মোট বন্য জিরাফের সংখ্যা প্রায় ৪০ শতাংশ কমে গিয়েছে। জিরাফের সংখ্যা দ্রুত কমার নেপথ্যে রয়েছে চোরাচালান এবং বেআইনি শিকার।

img

এই সাদা চামড়ার জিরাফটি বিরলের মধ্যেও বিরলতম। একটি বিরল জিনগত অবস্থার কারণে জিরাফটির চামড়ায় পিগমেন্টেশন হয়নি। বিজ্ঞানের ভাষায় একে লিউসিজম বলে। অর্থাৎ সহজ করে বললে, জিরাফটি সাদা নয়, বর্ণহীন। কাজেই এমন বিরল পশুর দাম চোরাবাজারে আকাশছোঁয়া হবে সে কথা বলাই বাহুল্য।