এসবিআই-এর ধামাকা অফার: স্বল্পমেয়াদে বেশি মুনাফার নিশ্চয়তা

img

ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া সম্প্রতি এক বিশেষ মেয়াদি আমানত স্কিম চালু করেছে, যা বিনিয়োগকারীদের জন্য স্বল্পমেয়াদী কিন্তু উচ্চ রিটার্নের এক আকর্ষণীয় সুযোগ এনে দিচ্ছে। দেশের কোটি কোটি গ্রাহকের আস্থাভাজন এই ব্যাঙ্ক এবার তিনটি নির্দিষ্ট মেয়াদের বিশেষ এফডি অফার করছে— ৪০০ দিন, ৪৪৪ দিন এবং ৫৫৫ দিন।

img

সাধারণ এফডির তুলনায় এই বিশেষ স্কিমে সুদের হার বেশি নির্ধারণ করা হয়েছে। ফলে সঞ্চয়ী হিসাবে বা প্রচলিত এক বছরের এফডির তুলনায় এই স্কিমে বিনিয়োগ করলে অর্থ দ্রুত বৃদ্ধি পাবে। বিশেষত ৫ লাখ বা ১০ লাখ টাকার মতো বড় অঙ্কের আমানতে বিনিয়োগ করলে সঠিক সময় উল্লেখযোগ্য অঙ্কের বৃদ্ধি লক্ষ্য করা যাবে।

img

৪০০ দিনের এফডি: স্বল্প সময়ে অর্থের বৃদ্ধি চান এমন বিনিয়োগকারীদের জন্য আদর্শ। ৪৪৪ দিনের এফডি: মধ্যবর্তী মেয়াদের জন্য উপযুক্ত, যেখানে সুদের হারও আকর্ষণীয়। ৫৫৫ দিনের এফডি: একটু দীর্ঘমেয়াদে বিনিয়োগে আগ্রহীদের জন্য। এতে তুলনামূলক বেশি রিটার্ন পাওয়া যায়।

img

এই তিনটি মেয়াদের প্রতিটিতে সুদের হারে সামান্য পার্থক্য রয়েছে। পাশাপাশি প্রবীণ নাগরিকরা প্রায় ৫০ বেসিস পয়েন্ট অতিরিক্ত সুদের সুবিধা পাবেন।

img

এসবিআই-এর এই বিশেষ স্কিম শুধু উচ্চ সুদের হার নয়, সঙ্গে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা দিচ্ছে। এই এফডির বিপরীতে প্রয়োজনে ঋণ নেওয়া যাবে, অর্থ ভাঙাতে হবে না। জরুরি প্রয়োজনে আগেভাগে ভাঙা সম্ভব, যদিও সামান্য জরিমানা প্রযোজ্য। ভারতের সবচেয়ে বিশ্বস্ত ব্যাঙ্ক হিসেবে মূলধনের সম্পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে এসবিআই।

img

এই ধরনের বিশেষ এফডি স্কিম সাধারণত সীমিত সময়ের জন্য চালু করা হয়। তাই বিনিয়োগকারীদের উচিত দ্রুত সিদ্ধান্ত নেওয়া এবং আকর্ষণীয় সুদের হারটি লক করে নেওয়া। বর্তমান সময়ে যখন মুদ্রাস্ফীতি ক্রমশ বাড়ছে, তখন স্বল্পমেয়াদে বেশি রিটার্ন পাওয়া ও সঞ্চয়কে নিরাপদ রাখা। এই দুই দিক থেকেই এসবিআই-এর এই বিশেষ স্কিম একটি বুদ্ধিমান সিদ্ধান্ত হতে পারে।

img

যাঁরা অল্প সময়ে অর্থের বৃদ্ধি চান। যাঁরা বেশি ঝুঁকি নিতে চান না কিন্তু ভালো রিটার্ন আশা করেন। প্রবীণ নাগরিকরা, যারা অতিরিক্ত সুদের হারে উপকৃত হবেন। যাঁরা স্বল্পমেয়াদী সঞ্চয় রাখতে চান এবং প্রয়োজনে দ্রুত লিকুইডিটির সুবিধা খুঁজছেন।

img

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার এই বিশেষ এফডি স্কিম ২০২৫ সালে বিনিয়োগকারীদের জন্য অন্যতম সেরা বিকল্প হিসেবে ধরা যেতে পারে। উচ্চ সুদ, নিরাপদ মূলধন, ঋণ সুবিধা এবং জরুরি সময়ে অর্থ তোলার সুবিধা। সব মিলিয়ে এটি এক সম্পূর্ণ প্যাকেজ। তাই স্বল্প সময়ের জন্য নির্ভরযোগ্য ও লাভজনক বিনিয়োগ খুঁজে থাকলে এসবিআই-এর এই বিশেষ স্কিম হতে পারে আপনার সঠিক পছন্দ।