বিশ্বের বৃহত্তম ভিডিও লাইব্রেরি, জেনে নিন ২০ বছর বয়সী ইউটিউবের অজানা কিছু তথ্য
অভিজিৎ দাস
সোমবার, 15 সেপ্টেম্বর 2025
1
8
২০২৫ সালের এপ্রিল মাসে ২০ পূর্ণ করল ইউটিউব। গুগলের এই প্ল্যাটফর্ম বিশ্বের বৃহত্তম ভিডিও লাইব্রেরি। এটি শুধু একটি ভিডিও অ্যাপই নয়, মিউজিক প্ল্যাটফর্মও। সব জগতের সর্বশেষ আপডেট উপলব্ধ থাকে ইউটিউবে।
2
8
ইউটিউব জানিয়েছে, দিনে প্রায় দুই কোটি ভিডিও আপলোড করা হয় তাদের প্ল্যাটফর্মে।
3
8
ইউটিউবের শাখা সংস্থা ইউটিউব মিউজিক এবং ইউটিউব কিডসও ১০ পূর্ণ করে ফেলল বিনোদন জগতে।
4
8
ইউটিউব মিউজিক অ্যাপ লঞ্চ করার আগে এটি উডস্টক ছদ্মনাম ব্যবহার করত। এর উদ্দেশ্য ছিল ব্যবহারকারীদের এর কাজ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা।
5
8
২০২৪ সালের তথ্য অনুযায়ী, ইউটিউবের মোট ব্যবহারাকরীরা দৈনিক গড়ে ১০ কোটি কমেন্ট করে থাকেন নানা ভিডিওয়।
6
8
ইউটিউব আরও আবিষ্কার করেছে যে কনটেন্ট নির্মাতারা প্রতিদিন গড়ে ১ কোটি দর্শকের মন্তব্যে প্রতিক্রিয়া দিয়ে থাকেন।
7
8
২০২৪ সালের তথ্য অনুযায়ী, ইউটিউব ভিডিওগুলি প্রতিদিন গড়ে ৩৫০ কোটি লাইক পেয়ে থাকে ব্যবহারকারীদের থেকে।
8
8
ইউটিউব আরও জানিয়েছে যে, তাদের প্ল্যাটফর্মের ৩০০টিরও বেশি ভিডিও ইতিমধ্যে ১০০ কোটি ভিউ ক্লাবের সদস্য হয়েছে।