বিশ্বের বৃহত্তম ভিডিও লাইব্রেরি, জেনে নিন ২০ বছর বয়সী ইউটিউবের অজানা কিছু তথ্য

img

২০২৫ সালের এপ্রিল মাসে ২০ পূর্ণ করল ইউটিউব। গুগলের এই প্ল্যাটফর্ম বিশ্বের বৃহত্তম ভিডিও লাইব্রেরি। এটি শুধু একটি ভিডিও অ্যাপই নয়, মিউজিক প্ল্যাটফর্মও। সব জগতের সর্বশেষ আপডেট উপলব্ধ থাকে ইউটিউবে।

img

ইউটিউব জানিয়েছে, দিনে প্রায় দুই কোটি ভিডিও আপলোড করা হয় তাদের প্ল্যাটফর্মে।

img

ইউটিউবের শাখা সংস্থা ইউটিউব মিউজিক এবং ইউটিউব কিডসও ১০ পূর্ণ করে ফেলল বিনোদন জগতে।

img

ইউটিউব মিউজিক অ্যাপ লঞ্চ করার আগে এটি উডস্টক ছদ্মনাম ব্যবহার করত। এর উদ্দেশ্য ছিল ব্যবহারকারীদের এর কাজ সম্পর্কে বিস্তারিত তুলে ধরা।

img

২০২৪ সালের তথ্য অনুযায়ী, ইউটিউবের মোট ব্যবহারাকরীরা দৈনিক গড়ে ১০ কোটি কমেন্ট করে থাকেন নানা ভিডিওয়।

img

ইউটিউব আরও আবিষ্কার করেছে যে কনটেন্ট নির্মাতারা প্রতিদিন গড়ে ১ কোটি দর্শকের মন্তব্যে প্রতিক্রিয়া দিয়ে থাকেন।

img

২০২৪ সালের তথ্য অনুযায়ী, ইউটিউব ভিডিওগুলি প্রতিদিন গড়ে ৩৫০ কোটি লাইক পেয়ে থাকে ব্যবহারকারীদের থেকে।

img

ইউটিউব আরও জানিয়েছে যে, তাদের প্ল্যাটফর্মের ৩০০টিরও বেশি ভিডিও ইতিমধ্যে ১০০ কোটি ভিউ ক্লাবের সদস্য হয়েছে।