ইউভানের জন্মদিনে রাজকীয় আয়োজন! তিন তলা কেক থেকে চোখ ধাঁধানো সাজ, আর কী কী আয়োজন করলেন রাজ-শুভশ্রী
নিজস্ব সংবাদদাতা
শনিবার, 13 সেপ্টেম্বর 2025
1
6
রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের জীবনের বিশেষ দিন ১২ সেপ্টেম্বর। ২০২০ সালে সেই দিনেই জীবনের প্রথম বার মা-বাবা হয়েছিলেন তাঁরা। তারকা-দম্পতির কোলে এসেছিল তাঁদের পুত্রসন্তান। ইউভান। দেখতে দেখতে সময় পার। শুক্রবার ৫-এ পা দিল রাজ-শুভশ্রীর ছেলে। উদাযাপনও প্রতিবারের মতোই দেখার মতো। ছেলের জন্মদিনকে বিশেষ করে তুলতে কোনও ত্রুটি রাখলেন না নায়িকা এবং পরিচালক।
2
6
বিশেষ দিনে ইউভান মেতে উঠেছিল তার খুদে বন্ধুদের সঙ্গে। ছেলে জন্য তিন তলা কেকের আয়োজন করেছিলেন রাজ-শুভশ্রী। নীল বেলুন, চোখ ধাঁধানো আলো, নানা কার্টুন চরিত্রের কাট আউট, খেলার সামগ্রী দিয়ে সাজানো হয়েছিল ভেন্যু।
3
6
ছেলের জন্মদিনে দেখার মতো করে সেজে উঠেছিলেন শুভশ্রী। নীল রঙের অফ শোল্ডার ড্রেস, খোলা চুল আর হালকা মেকআপ, নায়িকার থেকে চোখ ফেরানো দায়। ভালবেসে ছেলের ঠোঁটে চুমু এঁকে দিয়েছেন নায়িকা।