দুই মিনিটে তৈরি করুন হেলদি-টেস্টি স্যান্ডউইচ: ব্যস্ত সকাল বা টিফিনের সেরা সমাধান

img

সকালের তাড়াহুড়োতে স্বাস্থ্যকর টিফিন বানানো কঠিন? মাত্র দুই মিনিটে তৈরি এই ঝটপট স্যান্ডউইচ হবে সুস্বাদু, পুষ্টিকর আর একদম ঝামেলাহীন!

img

সকালে অফিস বা কলেজের তাড়াহুড়োয় টিফিন প্রায়শই বাদ পড়ে যায়। এই স্যান্ডউইচ বানাতে লাগে মাত্র ২ মিনিট।

img

কোনো গ্যাস, ওভেন বা টোস্টারের প্রয়োজন নেই।

img

প্রয়োজনীয় উপকরণ: ব্রেড, শসা, টমেটো, ক্যাপসিকাম, মেয়োনিজ, নুন ও গোলমরিচ।

img

চাইলে পেঁয়াজ, আলু, কর্ন বা চিজ যোগ করলে স্বাদ বাড়বে।

img

ব্রেডের প্রান্ত কেটে নিলে স্যান্ডউইচ আরও নরম হয়; কাটা অংশ ব্রেডক্রাম্ব হিসেবে কাজে লাগানো যায়।

img

সবজি, নুন, গোলমরিচ ও মেয়োনিজ মিশিয়ে ক্রিমি ফিলিং তৈরি করতে হবে।

img

হালকা সন্ধ্যার টিফিন, অফিস লাঞ্চ বা বাচ্চাদের টিফিনের জন্য আদর্শ।