ফের একবার বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হলেন ইলন মাস্ক, এই নিয়ে কতবার
সুমিত চক্রবর্তী
বৃহস্পতিবার, 11 সেপ্টেম্বর 2025
1
8
অরাকল সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসনের কাছে সংক্ষিপ্ত সময়ের জন্য শীর্ষস্থান হারালেও ফের বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির আসন দখল করেছেন ইলন মাস্ক। বিশ্বের ধনীদের এই র্যারঙ্কিংয়ের হেরফের ঘটে বুধবার। অরাকলের শেয়ার মূল্যে রেকর্ড উত্থানের পর। কোম্পানির শক্তিশালী আয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা অবকাঠামো পরিষেবার বাড়তি চাহিদাকে ঘিরে আশাবাদী পূর্বাভাস শেয়ার বাজারকে উজ্জীবিত করে।
2
8
ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে আরও জানা গেছে, ওপেনএআই অরাকলের কাছ থেকে আগামী পাঁচ বছরে প্রায় ৩০০ বিলিয়ন ডলারের কম্পিউটিং পাওয়ার কেনার চুক্তি করেছে। এই দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব কার্যকর হবে ২০২৭ সাল থেকে। এদিকে, ওপেনএআই ২০২৫ সালে প্রায় ১২.৭ বিলিয়ন ডলার আয় করবে বলে ধারণা করা হচ্ছে।
3
8
ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, অরাকলের আয় প্রকাশের পর ল্যারি এলিসনের নিট সম্পদ এক দিনে ৮৯ বিলিয়ন ডলার বেড়ে দাঁড়ায় ৩৮৩.২ বিলিয়ন ডলারে। বুধবার দিনের এক পর্যায়ে তার সম্পদ বৃদ্ধি পেয়েছিল রেকর্ড ১০১ বিলিয়ন ডলার পর্যন্ত যা ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইনডেক্সের ইতিহাসে এক দিনে সর্বোচ্চ।
4
8
অরাকলের শেয়ার বুধবার এক সময় ৪৩% পর্যন্ত বেড়ে যায় এবং দিনের শেষে ৩৬% উঁচুতে বন্ধ হয়। এটি ১৯৯২ সালের পর থেকে কোম্পানির সবচেয়ে বড় একদিনের উত্থান। শক্তিশালী ত্রৈমাসিক ফলাফল ও এআই অবকাঠামো খাতে উজ্জ্বল সম্ভাবনা বিনিয়োগকারীদের আকৃষ্ট করে।
5
8
এর ফলে অরাকলের বাজারমূল্য প্রায় ২৪৪ বিলিয়ন ডলার বৃদ্ধি পেয়ে দাঁড়ায় প্রায় ৯২২ বিলিয়ন ডলারে। এতে কোম্পানিটি এসঅ্যান্ডপি ৫০০ সূচকের তালিকায় দশম স্থানে উঠে আসে, এলি লিলি, ওয়ালমার্ট ও জেপিমর্গ্যান চেজের মতো বড় কোম্পানিকে পিছনে ফেলে।
6
8
অরাকলের সর্ববৃহৎ ব্যক্তিগত শেয়ারহোল্ডার হিসেবে এলিসনের ব্যক্তিগত সম্পদ দ্রুত বেড়ে যায় এবং মুহূর্তের জন্য তিনি ইলন মাস্ককে অতিক্রম করেন। তবে বুধবারের বাজার বন্ধের সময় মাস্কের নিট সম্পদ দাঁড়ায় ৩৮৪.২ বিলিয়ন ডলার যা এলিসনের চেয়ে প্রায় ১ বিলিয়ন বেশি।
7
8
২০২১ সালে প্রথমবার বিশ্বের শীর্ষ ধনী হন ইলন মাস্ক। যদিও মাঝে কিছু সময়ের জন্য এলভিএমএইচ-এর বার্নার্ড আর্নল্ট (২০২১ সালে) এবং অ্যামাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস (২০২৪ সালে) তাকে ছাড়িয়ে গিয়েছিলেন, তবে মাস্ক পুনরায় শীর্ষস্থান ফিরে পান এবং টানা ৩০০ দিনের বেশি ধরে তা ধরে রেখেছিলেন।
8
8
মাস্কের সম্পদের বড় অংশ তার টেসলা, স্পেসএক্স ও অন্যান্য উদ্যোগে শেয়ার বিনিয়োগের উপর নির্ভরশীল। বাজারে ওঠানামা সত্ত্বেও এসব সংস্থা গত কয়েক বছরে যথেষ্ট স্থিতিশীলতা দেখিয়েছে, যা মাস্ককে শীর্ষে থাকতে সহায়তা করেছে।