এই দেশগুলিতে রাজত্ব করে এই দৈত্যরা, তাই যাওয়ার আগেই সাবধান

img

যদি বিশ্বের ভয়াবহ সাপের কথা সামনে আসে তাহলে সেখানে অনেক ওপরের দিকে থাকবে অ্যানাকোন্ডা। এদের চলার গতি ধীরে হলেও এরা অতি সহজেই শত্রুকে ঘায়েল করতে পারে।

img

ত্রিনিদাদ এবং টোবাগোতে ৯ লাখ অ্যানাকোন্ডা সাপ রয়েছে। প্রকৃতির নিয়মেই এখানে এত বেশি সাপের আনাগোনা দেখা যায়।

img

প্যারাগুয়েতে প্রায় ৮ লাখ অ্যানাকোন্ডা রয়েছে। এখানেও এই বিশাল সাপেদের রাজত্ব করতে দেখা যায়।

img

ব্রাজিলে প্রায় ৭ লাখ অ্যানাকোন্ডা রয়েছে। এখানকার অ্যামাজন রেনফরেস্টে এই সাপের দাপাদাপি সকলেই জানেন।

img

বলিভিয়াতে প্রায় ৬ লাখ অ্যানাকোন্ডা দেখা যায়। এখানকার বাসিন্দারা অতি সহজেই এই সাপের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে পারেন।

img

পেরুতে প্রায় ৫ লাখ অ্যানাকোন্ডা দেখা যায়। এখানকার বৃষ্টি এবং বিশাল জঙ্গল এই সাপেদের অবাধ বিচরণক্ষেত্র বলে মনে করা হয়।

img

ইকুয়েডরে প্রায় ৪ লাখ অ্যানাকোন্ডা দেখা যায়। এখানকার গরম পরিবেশে এই সাপেরা অতি সহজে থাকতে পারে।

img

ভেনেজুয়েলাতে প্রায় ২ লাখ অ্যানাকোন্ডা দেখা যায়। এখানকার নদীর ধারে এই সাপেরা দাপিয়ে বেড়ায়।

img

কলম্বিয়াতে প্রায় ১ লাখ অ্যানাকোন্ডা দেখা যায়। এখানকার পরিবেশ এই সাপেদের পক্ষে আদর্শ।

img

আর্জেন্টিনাতে প্রায় ১ লাখ অ্যানাকোন্ডা দেখা যায়। এখানকার সমুদ্রের পরিবেশ এই সাপেদের পক্ষে আদর্শ।

img

গায়নাতে প্রায় ৩০ হাজার অ্যানাকোন্ডা দেখা যায়। এখানকার শান্ত পরিবেশে এই সাপেরা আরামে থাকতে পারে।