দেবশ্রীর বিপরীতে অভিষেক! চুমকি চৌধুরীর সঙ্গে প্রেম, অনন্যাকে বিয়ে, কেমন ছিল প্রয়াত জয় বন্দ্যোপাধ্যায়ের টলিউড যাত্রা?

img

মাত্র ৬২ বছর বয়সে প্রয়াত হলেন টলিউড অভিনেতা জয় বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুদিন ধরেই ভুগছিলেন শ্বাসকষ্টের সমস্যায়। সোমবার হাসপাতালেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর।

img

১৯৬৩ তে জন্ম। বাংলা ছবিতে অভিষেক ১৯৮২ সালে। পরিচালক বিদেশ সরকারের ছবি অপরূপাতে দেবশ্রী রায়ের বিপরীতে অভিনয় করেন তিনি।

img

অঞ্জন চৌধুরীর দুটি ছবি ‘অভাগিনী’ এবং ‘হীরক জয়ন্তী’তে নায়কের ভূমিকায় অভিনয় করেন জয়। দুটি ছবিতেই তার বিপরীতে ছিলেন অভিনেত্রী চুমকি চৌধুরী। দু’টি ছবিই সেই সময় সুপার হিট হয়।

img

চুমকি চৌধুরীর সঙ্গে জয়ের প্রণয়ের গুঞ্জন ছড়িয়েছিল টলিউডে। জয় পরবর্তী কালে স্বীকারও করেছেন সে কথা। কিন্তু সম্পর্ক শেষ পর্যন্ত পরিণতি পায়নি। এই নিয়ে আফসোস ছিল অভিনেতার।

img

দীর্ঘ কয়েক দশকের অভিনয় জীবনে মিলন তিথি, সিঁথির সিঁদুর, ছোট সাহেবের মতো বহু ছবিতে সাফল্যের সঙ্গে কাজ করেছেন তিনি।

img

বিয়ে করেন টলিউড অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায়কে। কিন্তু পরবর্তীতে বিচ্ছেদ হয় দু'জনের। অনন্যা বর্তমানে তৃণমূল নেত্রী।

img

তবে মাঝখানে অভিনয় থেকে কিছুটা দূরেই সরে গিয়েছিলেন। চলে গিয়েছিলেন অন্তরালে।

img

জয় প্রচারের আলোয় ফিরে আসেন ২০১৪ সালে। তবে এবার অভিনয় নয় রাজনীতিতে। ২০১৪ সালে বিজেপিতে যোগদান করেন জয়। শতাব্দী রায়ের বিরুদ্ধে লোকসভা ভোটে প্রার্থীও হন। তবে জিততে পারেননি তিনি।

img

২০১৯ এ ফের একবার বিজেপির হয়ে লোকসভা ভোটের প্রার্থী হন জয়। তবে এবারও পরাজিত হতে হয় তাঁকে। ২০২২-এ বিজেপি ত্যাগ করার কথা ঘোষণা করেন অভিনেতা।