দেখতে হুবহু বিনোদ কাম্বলি, খালি চোখে ধরতেই পারবেন না, জানেন ইনি কে?
Krishanu Mazumder
রবিবার, 24 আগস্ট 2025
1
8
তাঁর নাম বীরেন্দ্র গণপতি কাম্বলি। ভারতের প্রাক্তন তারকা বিনোদ কাম্বলির ছোট ভাই। বিনোদ কাম্বলির থেকে ৯ বছরের ছোট। ১৯৮১ সালে জন্মগ্রহণ করেন বীরেন্দ্র।
2
8
বীরেন্দ্র কাম্বলি যেন বিনোদ কাম্বলির মিরর ইমেজ। খালি চোখে ধরাটাই মুশকিল। বীরেন্দ্র কাম্বলি একবার বলেছিলেন, ''মানুষ যখন আমাকে বলেন, তোমাকে অবিকল তোমার বড় দাদার মতো দেখতে, তখন গর্ববোধ হয়।''
3
8
বীরেন্দ্র কাম্বলি প্রাক্তন ক্রিকেটার। এখন কোচ হয়ে গিয়েছেন। বীরেন্দ্র মিডিয়াম পেসার ছিলেন। অল রাউন্ডার।
4
8
মুম্বইয়ের কাঙ্গা লিগে এখনও খেলেন বীরেন্দ্র। বিনোদ কাম্বলি অসুস্থ। বীরেন্দ্র কাম্বলিকে বলতে শোনা গিয়েছিল, ''আমার খেলা দেখার জন্য বিনোদ কাম্বলিকে আমন্ত্রণ জানাচ্ছি।''
5
8
বীরেন্দ্র কাম্বলি বলেন, ''শচীন দাদা সবসময়ে বিনোদকে সাপোর্ট করেছেন। ওদের বন্ধুত্ব বেশ শক্তিশালী।''
6
8
কাঙ্গা লিগে দুই ভাইয়ের দেখা হয়েছিল একবার। তাঁর শিষ্যরা জাতীয় দলে খেলুক, এটাই স্বপ্ন বীরেন্দ্রর।
7
8
বীরেন্দ্র জাতীয় দলের হয়ে খেলেননি কোনওদিন। বিনোদ কাম্বলি দেশের হয়ে ১০৪টি ওয়ানডে, ১৭টি টেস্ট খেলেছেন। ইংল্যান্ড ও জিম্বাবোয়ের বিরুদ্ধে টানা দুটো টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন।
8
8
বীরেন্দ্র কাম্বলি তাঁর দাদার শরীর স্বাস্থ্য নিয়ে জানিয়েছেন, ''দাদা এখন বাড়িতে। কথা বলার সময়ে সমস্যা হচ্ছে। সবার কাছে অনুরোধ করছি দাদার জন্য দাদার দ্রুত আরোগ্য কামনা করুন।''