হঠাৎ মাথা ঘোরা ও চোখে অন্ধকার দেখা — শরীরের অ্যালার্ম সংকেত
SOURAV GOSWAMI
শনিবার, 23 আগস্ট 2025
1
8
হাঁটতে গিয়ে, বসা থেকে হঠাৎ উঠে দাঁড়ালে বা অপ্রত্যাশিত পরিস্থিতিতে চোখের সামনে হঠাৎ অন্ধকার নেমে আসা ও মাথা ঘোরা কখনোই হালকাভাবে নেওয়া উচিত নয়। এই ধরনের উপসর্গ বারবার দেখা দিলে তা শরীরের ভেতরের গুরুতর সমস্যার ইঙ্গিত হতে পারে। সময়মতো চিকিৎসা না নিলে জটিল রোগের ঝুঁকি বাড়তে পারে।
2
8
1. স্নায়বিক রোগের প্রভাব: ব্রেইন টিউমার, মাল্টিপল স্ক্লেরোসিস বা গ্লুকোমার মতো মারাত্মক অসুস্থতা চোখে হঠাৎ অন্ধকার দেখা দেওয়ার জন্য দায়ী হতে পারে।
3
8
2. চোখে ছানি: প্রাথমিক অবস্থায় ছানি পড়লে চোখে কালো দাগ বা বিন্দু দেখা যায়, যা চিকিৎসা ছাড়া সময়ের সঙ্গে আরও বাড়তে পারে।
4
8
3. অর্থোস্ট্যাটিক হাইপোটেনশন: বসা বা শোয়া থেকে হঠাৎ দাঁড়ালে রক্তচাপ কমে গেলে মাথা ঘোরে এবং চোখের সামনে অন্ধকার নেমে আসে। জলশূন্যতাও এই সমস্যাকে বাড়ায়।
5
8
4. অ্যামরোসিস ফিউগাক্স: চোখের রেটিনায় রক্ত চলাচল ব্যাহত হলে স্বল্প সময়ের জন্য চোখের সামনে কালো দাগ বা অন্ধকার দেখা দিতে পারে, যা মস্তিষ্কে রক্তপ্রবাহের সমস্যারও ইঙ্গিত।
6
8
5. ডিহাইড্রেশন বা পানিশূন্যতা: শরীরে পর্যাপ্ত তরল না থাকলে রক্তচাপ কমে গিয়ে হঠাৎ মাথা ঘোরা ও ব্ল্যাকআউট হতে পারে।
7
8
6. হৃদরোগের জটিলতা: হার্টে রক্ত সঞ্চালনের সমস্যাও হঠাৎ চোখে অন্ধকার নামার অন্যতম কারণ হতে পারে।
8
8
7. শরীরের সতর্কবার্তা: এই ধরনের উপসর্গ কখনোই উপেক্ষা করা উচিত নয়। দ্রুত চিকিৎসকের পরামর্শ নিলে গুরুতর অসুস্থতা থেকে বাঁচা সম্ভব।