ভারতীয় ক্রিকেটে অনেক বন্ধুত্বের গল্পই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এই প্রতিবেদনে এমন এক বন্ধুত্বের উদাহরণ রয়েছে সেটা হল বিশ্বাসঘাতকতার।
2
8
ভারতীয় ক্রিকেটে এই দুই খেলোয়াড়ের গল্প সকলের কাছেই জানা। অনেকে এটিকে হাসি ঠাট্টা হিসেবে নিলেও আদতে ব্যাপারটা অত্যন্ত সিরিয়াস পর্যায়ে পৌঁছেছিল।
3
8
এই দুই ক্রিকেটার হচ্ছেন দীনেশ কার্তিক এবং মুরলী বিজয়। এই দুই ক্রিকেটারের মধ্যে কী ঘটেছিল তা অনেকেই জানেন। মুরলী বিজয়ের সঙ্গে দীনেশ কার্তিকের স্ত্রীর পরকীয়া একটা সময় চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছিল।
4
8
দীনেশ কার্তিকের প্রথম স্ত্রী এবং তাঁর ছোটবেলার বন্ধু নিকিতা বনজারা মুরলী বিজয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। ঘটনা হচ্ছে, আইপিএল চলাকালীন কার্তিকই নিকিতাকে মুরলীর সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন।
5
8
এরপর মুরলী তাঁর বন্ধুর বউয়ের প্রতি আকৃষ্ট হয়ে পড়েন। সেই সময় নিকিতা ছিলেন অন্তঃস্বত্ত্বা। গোটা ঘটনায় ভেঙে পড়েছিল কার্তিকও।
6
8
২০০৭ সালে কার্তিক এবং নিকিতা বনজারার বিয়ে হয়। প্রথম পাঁচ বছর সম্পর্ক ঠিক থাকলেও পরবর্তীকালে তাঁদের মধ্যে ঢুকে পড়েন বিজয়। সেই সময় আইপিএলের পঞ্চম সিজন চলছে।
7
8
বিষয়টি সামনে আসার পরে নিকিতার থেকে আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন দীনেশ কার্তিক। নিকিতাও অন্তসত্ত্বা অবস্থায় বিজয়ের সঙ্গে বিয়ের সিদ্ধান্ত নেন।
8
8
এই ঘটনার প্রভাব পড়ে কার্তিকের পারফরম্যান্সেও। কিন্তু ধীরে ধীরে নিজেকে শক্ত করে তোলেন ডিকে। পরবর্তীতে আইপিএল এবং জাতীয় দলে বহু স্মরণীয় ইনিংস উপহার দিয়েছেন তিনি।