মাসে এক হাজার টাকা বিনিয়োগ করেই পেতে পারেন ২ লাখ টাকা, কীভাবে দেখে নিন এখনই
-
Sumit Charkaborty
-
শনিবার, 23 আগস্ট 2025
নিজের সেভিংসকে সঠিকভাবে বেড়ে উঠতে সকলেই পছন্দ করেন। যদি এটাই পরিকল্পনা করা হয় তাহলে সেখানে বিনিয়োগের সেরা মাধ্য হতে পারে এসআইপি।
এসআইপি মানেই হল আপনি মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন। ফলে এখানে বিনিয়োগ করার আগে সমস্ত দিক জেনে নিতে হবে।
যদি মাসে আপনি ১ হাজার টাকা করে বিনিয়োগ করেন তাহলে সেখানে আপনি সুদ পাবেন ১২ শতাংশ করে। আপনার টার্গেট থাকবে ২ লাখ টাকা।
যদি মাসে ১ হাজার টাকা বিনিয়োগ করেন তাহলে সেখানে ৪ বছর পর আপনার বিনিয়োগ হবে ৪৮ হাজার টাকা। যদি সুদ যোগ হয় তাহলে সেটি হবে ৬১ হাজার ১৫ টাকা।
১০ বছরে আপনার মোট বিনিয়োগ হবে ১ লাখ ২০ হাজার টাকা। রিটার্ন হবে ১ লাখ ৪ হাজার ৩৬ টাকা। মোট ভ্যালু হবে ২ লাখ ২৪ হাজার ৩৬ টাকা।
মিউচুয়াল ফান্ডে আপনি যদি হিসেব করে বিনিয়োগ করতে পারেন তাহলে সেখান থেকে ভাল রিটার্ন আসবে। তবে আপনাকে বিনিয়োগ করতে হবে হিসেব করে।
যদি সঠিক মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন তাহলে নিশ্চিত রিটার্ন পাবেন। সেখানে নিজের বুদ্ধি ব্যবহার করতে পারবেন।
মিউচুয়াল ফান্ডের এসআইপি আপনাকে সঠিক পথ দেখাতে পারে। তবে প্রতিটি বিনিয়োগ আপনাকে নিজের মতো করেই করতে হবে।
যেখানেই বিনিয়োগ করবেন তার আগে সমস্ত তথ্য ভাল করে দেখে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।