সোনার খনিতেই শ্রীবৃদ্ধি, জেনে নিন কোথায় রয়েছে ভারতের এই শক্তি

img

সোনার খনি যার থাকে তিনি সবার সেরা হন। ভারতেই রয়েছেন সাতটি সোনার খনি। এগুলি সরকারের হলেও এগুলি নিয়ে সকলের আগ্রহের শেষ নেই।

img

মধ্যপ্রদেশের জব্বলপুর জেলাতে রয়েছে সোনার খনি। এখানে প্রায় ১০০ হেক্টর জমিতে রয়েছে এই খনি। এখানে লাখ লাখ টাকার সোনা রয়েছে।

img

কর্নাটক, রাজস্থান এবং অন্ধ্রপ্রদেশেও রয়েছে সোনার খনি। এখানে মোট ৮৭৯,৫৮ মেট্রিক টন সোনা রয়েছে বলেই খবর।

img

রায়চুর জেলাতে রয়েছে হুট্টি সোনার খনি। এখান থেকে প্রচুর সোনা উঠে আসে। বছরে এখান থেকে ১.৮ টন সোনা আসে। এটি প্রায় ২ হাজার বছরের পুরনো।

img

কোলহার সোনার খনি রয়েছে কর্নাটকে। এটি একটি ঐতিহাসিক সোনার খনি। বিশ্বে এটি দ্বিতীয় স্থান অধিকার করে থাকে। এটি প্রথম শুরু হয়েছিল ১৮৮০ সালে।

img

সোনভদ্র জেলাতে রয়েছে সোনার খনি। এটি সদ্য মিলেছে। এখান থেকে ২০২০ সাল থেকে সোনা তোলার কাজ করা হচ্ছে।

img

চিত্তোর জেলাতে রয়েছে রামগিরি সোনার খনি। এটি রয়েছে অন্ধ্রপ্রদেশে। এখান থেকেও প্রচুর সোনা উঠে আসে।

img

ঝাড়খন্ডে রয়েছে পরাসি সোনার খনি। এখান থেকে বেশি সোনা না উঠলেও বছরে খারাপ সোনা আসে না।

img

কর্নাটকের গাদাগ জেলাতে রয়েছে একটি সোনার খনি। এখান থেকেই সারা বছর ভাল সোনা তোলা হয়।

img

কর্নাটকের রামগিরিতে রয়েছে একটি সোনার খনি। এখান থেকে সোনা সরাসরি তুলে নিয়ে সেটিকে কাজে লাগানো হয়।