আচমকা খারাপ খবর রতন টাটার সংস্থার! এক ধাক্কায় বিরাট টাকার ক্ষতি হয়ে গেল! কারণ জানলে চমকে উঠবেন
রিয়া পাত্র
সোমবার, 04 আগস্ট 2025
1
8
এক ধাক্কায় ক্ষতির মুখে একাধিক সংস্থা। তালিকায় রতন টাটার গোষ্ঠীও। সর্বভারতীয় সংবাদ সংস্থার প্রতিবেদন অনুযায়ী তথ্য, টিসিএসের শেয়ারের ক্ষতি হয়েছে ৪৭৪৮৭০০০০০০ টাকার। টিসিএসের মূল্যায়ন ৪৭,৪৮৭.৪ কোটি টাকা কমে ১০,৮৬,৫৪৭.৮৬ কোটি টাকায় দাঁড়িয়েছে।
2
8
বিপুল ক্ষতির মুখে দাঁড়িয়ে টাটা গোষ্ঠী অন্য একটি চুক্তির বিষয়েও জানিয়েছে। টাটা মোটরস শুক্রবার ঘোষণা করেছে যে তারা তামিলনাড়ুতে ১০০টি আন্তঃনগর ৪৪-সিটের বৈদ্যুতিক বাস সরবরাহের জন্য ইউনিভার্সাল বাস সার্ভিসেস (ইউবিএস) এর সহযোগী প্রতিষ্ঠান গ্রিন এনার্জি মোবিলিটির সাথে একটি প্রাথমিক চুক্তি স্বাক্ষর করেছে।
3
8
টাটা মোটরসের ভাইস প্রেসিডেন্ট এবং বাণিজ্যিক যাত্রীবাহী যানবাহন ব্যবসার প্রধান আনন্দ এস জানিয়েছেন তাঁদের পরিকল্পনার কথা।
4
8
অন্যদিকে ভাল খবর মুকেশ আম্বানির সংস্থার জন্য। জানা গিয়েছে ওই সময়কালে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের আয় হয়েছে ২০০০০০০০০০০০০০০ টাকা। আবার স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মূলধন ১১,৫৮৪.৪৩ কোটি টাকা কমে ৭,৩২,৮৬৪.৮৮ কোটি টাকা হয়েছে বলে তথ্য।
5
8
গত সপ্তাহে টিসিএস, ভারতী এয়ারটেল, আইসিআইসিআই ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, ইনফোসিস, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি) এবং বাজাজ ফাইন্যান্সের বাজার মূল্য ১,৩৫,৩৪৯.৯৩ কোটি টাকার সম্মিলিত পতন ঘটেছে।
6
8
অন্যদিকে, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাংক এবং হিন্দুস্তান ইউনিলিভারের বাজারমূল্য বৃদ্ধি পেয়েছে। এই তিনটি সংস্থার বাজারমূল্য ৩৯,৯৮৯.৭২ কোটি টাকা বেড়েছে।
7
8
তথ্য, বাজাজ ফাইন্যান্সের মূল্যমান ২২,৮০৬.৪৪ কোটি টাকা কমে ৫,৪৪,৯৬২.০৯ কোটি টাকা এবং ইনফোসিসের মূল্যমান ১৮,৬৯৪.২৩ কোটি টাকা কমে ৬,১০,৯২৭.৩৩ কোটি টাকায় দাঁড়িয়েছে।
8
8
আইসিআইসিআই ব্যাঙ্কের বাজার মূল্যমান ৩,৬০৮ কোটি টাকা কমে ১০,৫০,২১৫.১৪ কোটি টাকায় দাঁড়িয়েছে, যেখানে এলআইসি ১,২৩৩.৩৭ কোটি টাকা কমে ৫,৫৯,৫০৯.৩০ কোটি টাকায় দাঁড়িয়েছে।