রবিবারেও প্রবল কম্পনে কেঁপে উঠল রাশিয়া, আর সুনামি সতর্কতা নয়, পুড়ে ছাই হতে পারে সব? আশঙ্কা আরও বড় বিপদের

img

বুধবারের পর শুক্রবার এবং তারপর আবার রবিবার। ফের প্রবল কম্পনে কেঁপে উঠল রাশিয়া। সূত্রের খবর, রবিবার ফের অনুভূত হয়েছে কম্পন। তবে মাত্রা একাধিক জায়গায় ভিন্ন উল্লিখিত।

img

বেশকিছু সংবাদ মাধ্যমের তথ্য, রাশিয়ার সেভেরো-কুড়িল থেকে ১১৮ কিলোমিটার পূর্বে, ৬.৮ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। আবার বেশকিছু সংবাদ মাধ্যম সূত্রে খবর, কুড়িল দ্বীপপুঞ্জে ৭.০ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে তার পরে আর সুনামি সতর্কতা জারি হয়নি। মার্কিন ভূতাত্ত্বিক জরিপও জানিয়েছে যে ভূমিকম্পটি ৭ মাত্রার ছিল।

img

৩০ জুলাই ৮.৭ মাত্রার ভূমিকম্পের পর, শুক্রবার রাতেও সেখানে কম্পন অনুভূত হয়।

img

তবে এবার সুনামি সতর্কতা জারি না হলেও, ভয় ধরাচ্ছে অন্য ঘটনা। ৬০০ বছর পর কামচাটকার ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরির অপ্রত্যাশিত অগ্নুৎপাত মূল ভয়ের কারণ। বিশেষজ্ঞদের মতে, এর কারণও সুনামির মতোই, ভূমিকম্প।

img

রাশিয়ার ফার ইস্ট অঞ্চলে গত সপ্তাহে আঘাত হানা বিশাল ভূমিকম্পের সঙ্গে কামচাটকার ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরির রাতারাতি অগ্নুৎপাতের সম্পর্ক থাকতে পারে বলে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা RIA ও বিজ্ঞানীরা রবিবার জানিয়েছেন।

img

RIA-কে কামচাটকা ভলক্যানিক ইরাপশন রেসপন্স টিমের প্রধান ওলগা গিরিনা ঘটনাপ্রসঙ্গে জানিয়েছেন, এটি ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরির ৬০০ বছরে প্রথম ইতিহাস-নির্ভর নিশ্চিত অগ্নুৎপাত।

img

ভূকম্প ও আগ্নেয়গিরি বিষয়ক গবেষণা সংস্থার টেলিগ্রাম চ্যানেলে গিরিনা জানান, ক্রাশেনিনিকভ আগ্নেয়গিরি সর্বশেষ লাভা উদ্গীরণ ঘটিয়েছিল ১৪৬৩ সালে।

img

প্রায় ৪০ বছর এদিক-ওদিক হতে পারে। তারপর থেকে কোনও অগ্নুৎপাতের রেকর্ড নেই। স্বাভাবিক ভাবেই এই ঘটনা ভাবাচ্ছে বিশেষজ্ঞদের।