চারিদিকে শুধুই শুকনো এলাকা আর সমুদ্র, কোনও নদী নেই এই আটটি দেশে

img

বিশ্বজুড়ে নদীগুলি মিষ্টি জলের উৎস। নদীর জলে থাকা খনিজ এবং ভিটামিন চারপাশের মাটিকে সমৃদ্ধ ও পুষ্ট করে। কৃষিতে সাহায্য করার পাশাপাশি গৃহস্থালির কাজেও মিষ্টি জল সরবরাহ করে। কিন্তু কিছু দেশে প্রাকৃতিকভাবে প্রবাহিত কোনও নদী নেই! একটিও নদী নেই এমন দেশগুলির নামগুলি রইল নীচে।

img

সৌদি আরবের মতো একটি উন্নত দেশে কোন নদী নেই। আয়তনের দিক থেকে এটি অন্যতম বৃহত্তম দেশ যার কোনও স্থায়ী নদী নেই। নদীর পরিবর্তে দেশটি ভূগর্ভস্থ জলস্তরের উপর নির্ভরশীল।

img

সৌদি আরবের মতো, কুয়েতেও কোনও নদী নেই। এখানকার জল লবণাক্তকরণ এবং অন্যান্য দেশ থেকে জল আমদানির উপর নির্ভর করতে হয়। এই অঞ্চলে বৃষ্টিপাত খুবই কম এবং প্রাকৃতিক স্বাদুপানির কোনও উৎস নেই।

img

কাতারে কোনও নদী নেই। দেশটি তার জলের প্রয়োজনীয়তা মেটাতে সমুদ্রের জল থেকে লবণ সরিয়ে এবং ভূগর্ভস্থ জল ব্যবহার করে। জলবায়ু শুষ্ক এবং ভূখণ্ডে মরুভূমি থাকায় ভূপৃষ্ঠের জলের অভাব রয়েছে। তবুও কাতার অন্যান্য মধ্যপ্রাচ্যের দেশের তুলনায় জল পরিকাঠামো সবচেয়ে উন্নত।

img

বিশ্বের ক্ষুদ্রতম স্বাধীন রাষ্ট্র ভ্যাটিকান সিটিতে কোনও নদী বা প্রাকৃতিক জলাশয় নেই। জলের জন্য ইতালির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। ভ্যাটিকানের আকার ছোট হওয়া সত্ত্বেও জল সরবরাহ ব্যবস্থা যথেষ্ট উন্নত।

img

ওমানের কোনও নদী থাকলেও বেশ কয়েকটি নদীখাত (ওয়াদিস) রয়েছে। বৃষ্টির জলে সেই খাতগুলি পরিপূর্ণ হয়ে যায়। এইগুলিই কৃষিকাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

img

আরব আমিরশাহি আরও একটি দেশ যার কোনও নিজস্ব নদী নেই। তবে বেশ কয়েকটি মরসুমি জলধারা রয়েছে। ভূগর্ভস্থ জল এবং সমুদ্রের জলের লবণ সরিয়ে সেই জল ব্যবহার করা হয়।

img

মলদ্বীপ দেশটি ১,০০০-এরও বেশি ছোট ছোট দ্বীপ নিয়ে গঠিত। তবুও এখানে কোন নদী বা জলধারা নেই। দেশের জনগণ বৃষ্টির জল ধরে রেখে সেই জল ব্যবহার করে।

img

পারস্য উপসাগরের সুন্দর দ্বীপরাষ্ট্র বাহরিনে কোনও নদী বা মিষ্টি জলের হ্রদ নেই। দেশটি সর্বদা তার প্রাকৃতিক ঝর্ণার উপর নির্ভরশীল, যদিও এর অনেকগুলি শুকিয়ে গিয়েছে।