সোনা নাকি এসআইপি, কোথায় বিনিয়োগ করলে লাভ হবে বেশি, দেখে নিন এখনই
Sumit Charkaborty
শনিবার, 02 আগস্ট 2025
1
9
প্রতিদিন বাজারে লাফিয়ে বাড়ছে সোনার দাম। সোনাকে মজুত করার লড়াইতে নেমেছে প্রতিটি দেশ। সেখানে সোনার বিকল্প কী হতে পারে এসআইপি।
2
9
যদি ১৫ বছরের একটি হিসেব সামনে নিয়ে আসেন তাহলে বিষয়টি পরিষ্কার হবে। যদি এই সময় ধরে আপনি মাসে ৫ হাজার টাকা করে বিনিয়োগ করেন তাহলে সেখানে আপনার পক্ষে কোনটি ভাল হবে।
3
9
মিউচুয়াল ফান্ডের এসআইপি-তে যদি ১৫ হাজার টাকা মাসে জমান সেখানে সুদ পাবেন ১২ শতাংশ করে। মোট বিনিয়োগ হবে ৯ লাখ টাকা। মোট রিটার্ন হবে ১৬ লাখ ২২ হাজার ৮৭৯ টাকা। মোট ভ্যালু হবে ২৫ লাখ ২২ হাজার ৮৭৯ টাকা।
4
9
যদি সোনাতে আপনি ১৫ বছর ধরে মাসে ৫ হাজার টাকা করে বিনিয়োগ করেন তাহলে সেখানে সুদ পাবেন ১০ শতাংশ করে। সেখানে রিটার্ন পাবেন ১১ লাখ ৮৯ হাজার ৬২১ টাকা। মোট ভ্যালু হবে ২০ লাখ ৮৯ হাজার ৬২১ টাকা।
5
9
যেখানে মিউচুয়াল ফান্ডের এসআইপি আপনাকে মেয়াদ শেষে ভাল রিটার্ন দেবে। ঠিক তেমনভাবে সোনাও আপনাকে ভাল রিটার্ন দেবে।
6
9
মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনার কাছে বাজার ঝুঁকি থাকে। তবে সোনার ক্ষেত্রে সেটা অনেকটা কম থাকবে।
7
9
মিউচুয়াল ফান্ড আপনাকে মেয়াদ শেষে যেমন অনেক টাকা রিটার্ন দেবে। সোনাও তেমনি আপনাকে অনেক টাকা রিটার্ন দেবে।
8
9
আপনি কোনদিকে নিজের টাকা বিনিয়োগ করবেন সেটা স্থির করতে হবে আপনাকেই। সেখান থেকে নিজের সিদ্ধান্ত বুঝে কাজ করতে পারেন।
9
9
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে দেখে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।