সোনা নাকি এসআইপি, কোথায় বিনিয়োগ করলে লাভ হবে বেশি, দেখে নিন এখনই

img

প্রতিদিন বাজারে লাফিয়ে বাড়ছে সোনার দাম। সোনাকে মজুত করার লড়াইতে নেমেছে প্রতিটি দেশ। সেখানে সোনার বিকল্প কী হতে পারে এসআইপি।

img

যদি ১৫ বছরের একটি হিসেব সামনে নিয়ে আসেন তাহলে বিষয়টি পরিষ্কার হবে। যদি এই সময় ধরে আপনি মাসে ৫ হাজার টাকা করে বিনিয়োগ করেন তাহলে সেখানে আপনার পক্ষে কোনটি ভাল হবে।

img

মিউচুয়াল ফান্ডের এসআইপি-তে যদি ১৫ হাজার টাকা মাসে জমান সেখানে সুদ পাবেন ১২ শতাংশ করে। মোট বিনিয়োগ হবে ৯ লাখ টাকা। মোট রিটার্ন হবে ১৬ লাখ ২২ হাজার ৮৭৯ টাকা। মোট ভ্যালু হবে ২৫ লাখ ২২ হাজার ৮৭৯ টাকা।

img

যদি সোনাতে আপনি ১৫ বছর ধরে মাসে ৫ হাজার টাকা করে বিনিয়োগ করেন তাহলে সেখানে সুদ পাবেন ১০ শতাংশ করে। সেখানে রিটার্ন পাবেন ১১ লাখ ৮৯ হাজার ৬২১ টাকা। মোট ভ্যালু হবে ২০ লাখ ৮৯ হাজার ৬২১ টাকা।

img

যেখানে মিউচুয়াল ফান্ডের এসআইপি আপনাকে মেয়াদ শেষে ভাল রিটার্ন দেবে। ঠিক তেমনভাবে সোনাও আপনাকে ভাল রিটার্ন দেবে।

img

মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে আপনার কাছে বাজার ঝুঁকি থাকে। তবে সোনার ক্ষেত্রে সেটা অনেকটা কম থাকবে।

img

মিউচুয়াল ফান্ড আপনাকে মেয়াদ শেষে যেমন অনেক টাকা রিটার্ন দেবে। সোনাও তেমনি আপনাকে অনেক টাকা রিটার্ন দেবে।

img

আপনি কোনদিকে নিজের টাকা বিনিয়োগ করবেন সেটা স্থির করতে হবে আপনাকেই। সেখান থেকে নিজের সিদ্ধান্ত বুঝে কাজ করতে পারেন।

img

তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে দেখে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।