আগস্ট পড়তেই সোনার দামে বিরাট পতন, কলকাতায় হলুদ ধাতুর দর শুনলে চমকে যাবেন
-
রজত বসু
-
শনিবার, 02 আগস্ট 2025
সামান্য কমল সোনার দাম। শহর কলকাতায়। ২২ ক্যারাটের হলমার্ক সোনার গহনার ১০ গ্রামের দাম শনিবার ২ আগস্ট কলকাতায় ৯৩৭০০ টাকা। যা শুক্রবার ছিল ৯৪৫০০ টাকা।
২৪ ক্যারাটের খুচরো পাকা সোনার ১০ গ্রামের দাম শনিবার ৯৮৬০০ টাকা। শুক্রবার দাম ছিল ৯৯৪৫০ টাকা।
২৪ ক্যারাটের পাকা সোনার বাটের ১০ গ্রামের দাম শনিবার কলকাতায় ৯৮১০০ টাকা। শুক্রবার দাম ছিল ৯৮৯৫০ টাকা।
রুপোর দামও কমেছে বেশ খানিকটা। ১ কেজি খুচরো রুপোর দাম শনিবার কলকাতায় ১,১০,২৫০ টাকা। শুক্রবার দাম ছিল ১,১২,০০০ টাকা।
১ কেজি রুপোর বাটের দাম শনিবার ১,১০,১৫০ টাকা। শুক্রবার দাম ছিল ১,১১,৯০০ টাকা।
দেশের অন্যান্য শহরের মধ্যে চেন্নাই ও মুম্বইয়ে সোনার দাম একই রয়েছে।
রাজধানী দিল্লিতে ২৪ ক্যারাটের সোনার ১০ গ্রামের দাম ৯৯৯৬০ টাকা। ২২ ক্যারাটের দাম ৯১৬৪০ টাকা।
বেঙ্গালুরুতে আবার সোনার দাম কলকাতার মতোই।