SBI personal loan interest rate change in july 2025 SBI personal loan interest rate change in july 2025

পার্সোনাল লোনের ক্ষেত্রে সুদের হারে বড় বদল করল এই ব্যাঙ্ক, জেনে নিন এখনই

img

এসবিআই তাদের পার্সোনাল লোনের সুদের হারে বেশ খানিকটা পরিবর্তন করেছে। এটি জুলাই মাস থেকেই চালু হয়ে যাবে। তাই আগে থেকেই দেখে নিতে হবে সুদের হার।

img

এসবিআই ২ বছরের এমসিএলআর সুদের হার থাকবে ৯.০৫ শতাংশ। সুদের হার বেশি হতে পারে ১.২৫ শতাংশ থেকে ৬.২৫ শতাংশ। রেট রেঞ্জ হতে পারে ১০.৩০ শতাংশ থেকে শুরু করে ১৫.৩০ শতাংশ।

img

এসবিআই পার্সোনাল লোন প্রসেসিং ফি এবং অন্য চার্জের ক্ষেত্রে ১ হাজার টাকা থেকে শুরু করে ১৫ হাজার টাকা পর্যন্ত সুদ হবে ১.৫ শতাংশ। দিতে হবে জিএসটি।

img

এসবিআই এক্সপ্রেস এলিটের ক্ষেত্রে সুদের হার থাকবে ২.৪০ শতাংশ থেকে ২.৯০ শতাংশ। এফেক্টিফ রেট হতে পারে ১১.৪৫ শতাংশ থেকে শুরু করে ১১.৯৫ শতাংশ।

img

এসবিআই এক্সপ্রেস এলিট প্রাইভেটের ক্ষেত্রে সুদের হার থাকবে ২.৫৫ শতাংশ থেকে শুরু করে ৫.০৫ শতাংশ। এফেক্টিভ রেট হতে পারে ১১.৬০ শতাংশ থেকে শুরু করে ১৪.১০ শতাংশ।

img

এসবিআই এক্সপ্রেস ক্রেডিটের ক্ষেত্রে সুদের হার থাকবে ৩.৫৫ শতাংশ থেকে শুরু করে ৫.৫৫ শতাংশ। এফেক্টিভ রেট হতে পারে ১২.৬০ শতাংশ থেকে শুরু করে ১৪.৬০ শতাংশ।

img

এসবিআই এক্সপ্রেস লাইটের ক্ষেত্রে সুদের হার থাকবে ১.২৫ শতাংশ থেকে শুরু করে ৩.০৫ শতাংশ। এফেক্টিভ রেট হতে পারে ১০.৩০ শতাংশ থেকে শুরু করে ১২.১০ শতাংশ।

img

এসবিআই পেনশন লোনের সুদের হার থাকবে সরকারি কর্মীদের জন্য ১১.১৫ শতাংশ থেকে শুরু করে ১১.৬৫ শতাংশ। জয় জওয়ান পেনশন লোনের ক্ষেত্রে সুদের হার থাকবে ১১.১৫ শতাংশ। প্রি অ্যাপ্রুভড পেনশন লোনের ক্ষেত্রে সুদ থাকবে ১১.১৫ শতাংশ।

img

তবে যেখান থেকেই আপনি লোন করবেন তার আগে সমস্ত তথ্য ভাল করে দেখে নিতে ভুলবেন না। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয়ে থাকে তাহলে আজকাল ডিজিটাল তার দায়িত্ব নেবে না।