এই ব্যাঙ্কে কমে গেল হোম লোনে সুদের হার, দেখে নিন এখনই
Sumit Charkaborty
বুধবার, 09 জুলাই 2025
1
9
দেশের অন্যতম ব্যাঙ্কের তালিকায় রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারা এবার বেশ কয়েকটি পরিবর্তন করেছে। সেগুলি যদি জানা থাকে তাহলে সেইমতো নিজের বিনিয়োগ নিয়ে চিন্তাভাবনা করতে পারবেন।
2
9
এই ব্যাঙ্কে এবার থেকে সর্বনিম্ন ব্যালেন্স নিয়ে কোনও বাধা থাকল না। এতদিন পর্যন্ত এখানে সর্বনিম্ন বিনিয়োগ না থাকলে সেখান থেকে ফাইন হত। তবে এবার সেটি হবে না।
3
9
এখানে যারা গ্রিন ডিপোজিট করবেন তারা সেখানে খানিকটা হলেও সুবিধা পাবেন। এখানে সুদের হার ৬.৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭ শতাংশ। এর সময় রয়েছে ৯৯৯ দিন।
4
9
এখানে সেভিংস অ্যাকাউন্টে যদি ১ লাখ টাকা রাখেন তাহলে সেখানে সুদের হার ২.৭৫ থেকে কমে হয়েছে ২.৫ শতাংশ। অন্য সুদের হার যা ছিল তাই থাকছে।
5
9
এই ব্যাঙ্ক হোম লোনের ক্ষেত্রে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে। এখানে সর্বনিম্ন সুদের হার থাকছে ৭.৩৫ শতাংশ।
6
9
শিক্ষাগত লোনের ক্ষেত্রে সুদের হার থাকছে ৭.৫ শতাংশ। সেখানেও খানিকটা হলেও স্বস্তি মিলেছে।
7
9
ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্টার বৈভব ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে ৪৫০ দিনের জন্য। সেখানে ৩ কোটি টাকা পর্যন্ত সুদের হার রয়েছে ৭.৩৫ শতাংশ।
8
9
এখানে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.২০ শতাংশ। জেনারেল সিনিজেনরা পাবেন ৬.৭০ শতাংশ। তবে এই স্কিমটি একটি নির্দিষ্ট সময়ের জন্য রয়েছে।
9
9
তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে দেখে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।