Bank of India Home Loan interest rates below 8 percent makes everyone happy Bank of India Home Loan interest rates below 8 percent makes everyone happy

এই ব্যাঙ্কে কমে গেল হোম লোনে সুদের হার, দেখে নিন এখনই

img

দেশের অন্যতম ব্যাঙ্কের তালিকায় রয়েছে ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তারা এবার বেশ কয়েকটি পরিবর্তন করেছে। সেগুলি যদি জানা থাকে তাহলে সেইমতো নিজের বিনিয়োগ নিয়ে চিন্তাভাবনা করতে পারবেন।

img

এই ব্যাঙ্কে এবার থেকে সর্বনিম্ন ব্যালেন্স নিয়ে কোনও বাধা থাকল না। এতদিন পর্যন্ত এখানে সর্বনিম্ন বিনিয়োগ না থাকলে সেখান থেকে ফাইন হত। তবে এবার সেটি হবে না।

img

এখানে যারা গ্রিন ডিপোজিট করবেন তারা সেখানে খানিকটা হলেও সুবিধা পাবেন। এখানে সুদের হার ৬.৭ শতাংশ থেকে বেড়ে হয়েছে ৭ শতাংশ। এর সময় রয়েছে ৯৯৯ দিন।

img

এখানে সেভিংস অ্যাকাউন্টে যদি ১ লাখ টাকা রাখেন তাহলে সেখানে সুদের হার ২.৭৫ থেকে কমে হয়েছে ২.৫ শতাংশ। অন্য সুদের হার যা ছিল তাই থাকছে।

img

এই ব্যাঙ্ক হোম লোনের ক্ষেত্রে সুদের হার ৫০ বেসিস পয়েন্ট কমিয়েছে। এখানে সর্বনিম্ন সুদের হার থাকছে ৭.৩৫ শতাংশ।

img

শিক্ষাগত লোনের ক্ষেত্রে সুদের হার থাকছে ৭.৫ শতাংশ। সেখানেও খানিকটা হলেও স্বস্তি মিলেছে।

img

ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার স্টার বৈভব ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে ৪৫০ দিনের জন্য। সেখানে ৩ কোটি টাকা পর্যন্ত সুদের হার রয়েছে ৭.৩৫ শতাংশ।

img

এখানে সিনিয়র সিটিজেনরা পাবেন ৭.২০ শতাংশ। জেনারেল সিনিজেনরা পাবেন ৬.৭০ শতাংশ। তবে এই স্কিমটি একটি নির্দিষ্ট সময়ের জন্য রয়েছে।

img

তবে যেখানেই বিনিয়োগ করবেন তার আগে ভাল করে দেখে নেবেন। যদি আপনার কোনও আর্থিক ক্ষতি হয় তাহলে তার দায় আজকাল ডিজিটাল নেবে না।