Vastu Tips These Plants will bring money and wealth in family Vastu Tips These Plants will bring money and wealth in family

হু হু করে আসবে টাকা, কাটবে অভাব অনটন! এই সব গাছ বাড়িতে রাখলেই লক্ষ্মী বাঁধা থাকবেন ঘরে

img

আজকাল ওয়েবডেস্ক: বাড়িতে একটুকরো সবুজ থাকলেই নিমেষে ভাল হয়ে যায় মন। বাড়তি প্রাপ্তি দূষণ থেকে মুক্তি, পর্যাপ্ত অক্সিজেন এসব কিছু তো রয়েছেই। এখন ফ্ল্যাটবাড়ির দৌলতে বেশিরভাগ মানুষেরই আলাদা করে বাগান করার সুযোগ নেই। তাই বাহারি ‘ইন্ডোর প্ল্যান্ট’ সযত্নে সাজিয়ে রাখেন অনেকে। তবে শুধু ঘর সাজাতেই নয়, গাছের সঙ্গে জড়িয়ে রয়েছে বাস্তুশাস্ত্রও।

img

গাছপালাকে সুখ-সমৃদ্ধি বৃদ্ধি ও ইতিবাচক শক্তির উৎস মনে করা হয়। বাস্তশাস্ত্র অনুসারে, বাড়িতে বেশ কয়েকটি গাছ লাগালে মিটে যায় অর্থসংকট। এমনকী রাতারাতি ধনী হওয়ারও সুযোগ আসতে পারে। জেনে নেওয়া যাক সেই বিষয়ে-

img

মানি প্ল্যান্ট- অনেকেই মানি প্লান্ট লাগালে ঘরে টাকা আসে বলে মজা করেন। কিন্তু বাস্তবেই বাস্তশাস্ত্রে এই গাছের সঙ্গে আর্থিক উন্নতির যোগসূত্র রয়েছে। বাড়িতে মানিপ্ল্যান্ট রাখলে অনেক দিনের আটকে থাকা টাকা ফেরত পেতে পারেন। অর্থাভাব থেকেও মুক্তি সম্ভব। এটি উত্তর-পূর্ব দিকে লাগানো শুভ।

img

তুলসী- হিন্দু ধর্মে তুলসী গাছের বিশেষ গুরুত্ব রয়েছে। কথিত আছে, বাড়িতে একটি তুলসী গাছ রেখে নিয়মিত পুজো করলে, পরিবারের উপর লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকে। বাস্ত মতে, বাড়ির উত্তর বা উত্তর-পূর্ব দিকে তুলসী লাগালে সুফল পাবেন। তুলসী বাড়ির উঠোনে লাগানো শুভ বলে মনে করা হয়।

img

জেড প্ল্যান্ট- এই গাছটি বাড়িতে রাখা অত্যন্ত শুভ। জেট প্ল্যান্ট বা মোহিনী কিংবা ক্রাসুলা যে নামেই বলুন না কেন, এটি বাড়িতে রাখলে সুখ,সম্বৃদ্ধি বাড়ে। কথিত রয়েছে, পরিবারের উপর এই গাছ লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে। পারিবারিক কলহ মিটে যায়। সবসময় মন মেজাজ ভাল না থাকলে বাড়িতে ক্রাসুলা লাগাতে পারেন।

img

স্নেক প্ল্যান্ট- শতচেষ্টা সত্ত্বেও উন্নতি সম্ভব না হলে বাস্তু পরামর্শ মেনে বাড়িতে স্নেক প্লান্ট লাগিয়ে দেখুন। বাস্তুশাস্ত্রে এই গাছ খুবই গুরুত্বপূর্ণ। স্নেক প্লান্ট লাগালে কেরিয়ারে উন্নতি হয়। দ্রুত আর্থিক সাফল্য মেলে। অফিসের ডেক্সে এই গাছ রাখতে পারেন।

img

ক্র্যাসুলা- ক্র্যাসুলাকে শুভ ও সমৃদ্ধির প্রতীক হিসাবে বিবেচনা করা হয়। বাস্তু অনুসারে, এই গাছটি সম্পদের দেবতা কুবের এবং দেবী লক্ষ্মীকে খুশি করে। বাড়িতে মন্দির বা ঠাকুরঘরের কাছে সমৃদ্ধি আসে।