No need to keep minimum balance in these five government banks No need to keep minimum balance in these five government banks

চিন্তার দিন শেষ, এই পাঁচ সরকারি ব্যাঙ্কে আর নূন্যতম ব্যালেন্স রাখারই দরকার নেই

img

ন্যূনতম ব্যালেন্স কী? ন্যূনতম ব্যালেন্স হল জরিমানা বা অন্যান্য ফি এড়াতে একটি ব্যাঙ্ক তার গ্রাহকদের অ্যাকাউন্টে রাখার জন্য বাধ্যতামূলক সর্বনিম্ন পরিমাণ অর্থ। ব্যাঙ্কগুলি অ্যাকাউন্ট রক্ষণাবেক্ষণ, গ্রাহক সহায়তা এবং পরিকাঠামো ব্যবস্থাপনার মতো অতিরিক্ত খরচ মেটাতে ন্যূনতম ব্যালেন্স ব্যবহার করে।

img

ব্যাঙ্ক অফ বরোদা: স্ট্যান্ডার্ড সেভিংস অ্যাকাউন্টের জন্য, ব্যাঙ্ক অফ বরোদা (BoB) শূন্য ব্যালেন্সের জন্য জরিমানা বাতিল করেছে। কিন্তু এটি প্রিমিয়াম সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়। নতুন নিয়মটি ১ জুলাই, ২০২৫ থেকে কার্যকর হয়েছে।

img

ইন্ডিয়ান ব্যাঙ্ক: তালিকার দ্বিতীয় হল ইন্ডিয়ান ব্যাঙ্ক। এই ব্যাঙ্ক তার সমস্ত সেভিংস অ্যাকাউন্টের জন্য ন্যূনতম ব্যালেন্স চার্জ বাতিল করেছে। এই নতুন সুবিধাটি ৭ জুলাই ২০২৫ থেকে কার্যকর হয়েছে।

img

ক্যানাড়া ব্যাঙ্ক: ২০২৫ সালের মে মাসে, এই পিএসইউ ব্যাঙ্ক ঘোষণা করেছে যে, তার সমস্ত সেভিংস অ্যাকাউন্ট এখন অ্যাভারেজ মান্থলি ব্যালেন্স (AMB) নিয়ম থেকে মুক্ত থাকবে। অ্যাকাউন্টগুলি নিয়মিত, বেতন অ্যাকাউন্ট বা এনআরআই অ্যাকাউন্ট যাই হোক না কেন।

img

পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) সকল সঞ্চয় অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স না রাখার জন্য জরিমানা বাতিল করেছে। আগে পিএনবি-তে, ব্যালেন্সের ঘাটতির অনুপাতে জরিমানা আরোপ করা হত, কিন্তু এখন তা আর হবে না।

img

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: বৃহত্তম পিএসইউ ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (এসবিআই), ২০২০ সাল থেকেই সমস্ত সঞ্চয় অ্যাকাউন্টের জন্য ন্যূনতম ব্যালেন্সের নিয়ম বাতিল করেছে।