নিজস্ব সংবাদদাতা: ১৮৮ বছরে এই প্রথম। জাতীয় গ্রন্থাগারের চৌহদ্দিতে ২ আগস্ট, শুক্রবার থেকে শুরু হয়েছে ‘ফেস্ট ফাইভ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। চলবে আগামী ৪ আগস্ট পর্যন্ত। মোট ১২টি ছবি প্রদর্শিত হবে এই উৎসবে।
‘ফেস্ট ফাইভ’ সংগঠনের উৎসাহেই আয়োজন করা হয়েছে এই ছবি উৎসব। ‘ফেস্ট ফাইভ’ হল চলচ্চিত্র উৎসাহী, চলচ্চিত্র নির্মাতা, শিল্পী, ঐতিহ্যের অনুরাগী, গ্রন্থপ্রেমী এবং জলবায়ু কর্মীদের নিয়ে তৈরি একটি সংগঠন যারা ছবির মাধ্যমে পরিবেশগত অবক্ষয়, জলবায়ু পরিবর্তন এবং সাংস্কৃতিক ও শৈল্পিক মূল্যবোধের ক্ষয় মোকাবিলায় অহরহ চেষ্টা করে চলেছেন।

এদিন এই চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে হাজির ছিলেন অভিনেত্রী মুনমুন সেন, তনুশ্রী চক্রবর্তী, কল্যাণ রূদ্র (সভাপতি, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ), রথীন কাঞ্জি, সৌরভ দে (ফেস্ট ফাইভ-এর প্রতিষ্ঠাতা) ও আরও অনেকে। এই উৎসবে প্রদর্শিত ছবিগুলি বাছাই করা হয়েছে মূলত পরিবেশগত অবনতি, জলবায়ু পরিবর্তন, মানবিক মূল্যবোধের অবক্ষয়, শৈল্পিক সংবেদনশীলতার অবক্ষয় এবং একত্রে পড়ার অভ্যাসের কমে যাওয়ার মতো সমস্যাগুলির দিকে নজর ফেরানোর লক্ষ্যে।




এই চলচ্চিত্র উৎসব সম্পর্কে পরিচালক তথা ‘ফেস্ট ফাইভ’-এর প্রতিষ্ঠাতা সৌরভ দে বলেন, “জাতীয় গ্রন্থাগার আমাদের ঐতিহ্যের প্রতীক৷ এই উৎসবটি বিভিন্ন ধরনের ছবি উদযাপন করার পাশাপাশি আরও অনেক কথা বলে। বর্তমান সময়ে বিশ্বের সমস্যাগুলির গভীরে গিয়ে সে বিষয়ে মানুষকে সচেতন করাই এই উৎসবের অন্যতম লক্ষ্য।