সংবাদ সংস্থা মুম্বই: মাত্র ২৭ বছর বয়সেই নিজের ফিল্মি কেরিয়ার নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিয়ে ফেললেন বলি-অভিনেত্রী জাহ্নবী কাপুর। যত বড় পরিচালকের ছবি হোক কিংবা অভিনয় জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো চিত্রনাট্যের দাবি থাকুক না কেন তিনি তাঁর এই সিদ্ধান্ত থেকে একচুলও নড়বেন না। কী সেই সিদ্ধান্ত? বলিউডকে কি বিদায় জানাচ্ছেন জাহ্নবী? শ্রীদেবী-কন্যা জানিয়েছেন, কোনওদিন তিনি চিত্রনাট্যের খাতিরে মাথা মুড়িয়ে ফেলবেন না। সহজ ভাষায়, ন্যাড়া হবেন না।
একাধিক নামী বলি-অভিনেত্রীর উদাহরণ রয়েছেন যাঁরা পর্দায় নিজের অভিনীত চরিত্রটি ভাল ভাবে ফুটিয়ে তোলার জন্য সাধের চুল কেটে ফেলে, মাথা মুড়িয়ে ফেলতেও দ্বিধা বোধ করেননি। উদাহরণ হিসাবে বলা যায় শাবানা আজমির নাম। তবে এই তালিকায় নিজের নাম যোগ করতে নারাজ জাহ্নবী কাপুর। সম্প্রতি, এক সাক্ষাৎকারে জাহ্নবী একথা জানিয়েছেন। পাশাপাশি আরও জানান এই সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ তাঁর প্রয়াত মা শ্রীদেবী। পরিষ্কার করে 'বাওয়াল'-এর জানালেন,একাধিক ছবিতে ভাল কাজ করার তাগিদে শরীরে চোট আঘাত খেয়েছেন তিনি, ভেঙেছেন হাড়। কিন্তু কোনওদিন মাথার চুল কমাবেন না তিনি।
জাহ্নবীর কথায়, "চুল বেশি ছোট করে কেটে ফেললে রেগে যেত মা। ব্যাপারটা ভীষণ অপছন্দ ছিল তাঁর। মনে আছে, 'ধড়ক' ছবির শুটিংয়ের আগে চুল বেশ ছোট করে কাটিয়ে ফেলেছিলাম। বকা দিয়েছিল মা। কড়া গলায় জানতে চেয়েছিল এ কাজ কীভাবে করতে পারলাম আমি? তারপর জানিয়েছিল, কোনওদিন যেন অভিনয়ের প্রয়োজনে চুল কেটে ছোট করে না ফেলি"। শ্রীদেবী-কন্যা আরও জানান তাঁর লম্বা চুলে নিয়ম করে নিজের হাতে তেল মাখিয়ে দিতেন শ্রীদেবী। ওই কাজটি ভীষণ পছন্দের ছিল ওঁর।
তবে হ্যাঁ, ন্যাড়া না হলেও ভিএফএক্স-এর সাহায্যে কিংবা 'ব্যাল্ড ক্যাপ' পরে পর্দায় হেয়ার হতে কোনও অসুবিধে নেই তাঁর, জানিয়েছেন শ্রীদেবী-কন্যা।
প্রসঙ্গত, ২০১৮ সালে একটি অনুষ্ঠানে সপরিবারে দুবাইয়ে গিয়েছিলেন শ্রীদেবী। দুবাইয়ের হোটেলে স্নান করতে গিয়ে বাথটবে ডুবেই নাকি মৃত্যু হয়েছিল শ্রীদেবীর। দুবাই পুলিশের তরফেও জানানো হয় যে, দুর্ঘটনাবশত জলে ডুবে শ্রীদেবীর মৃত্যু হয়েছে।
একাধিক নামী বলি-অভিনেত্রীর উদাহরণ রয়েছেন যাঁরা পর্দায় নিজের অভিনীত চরিত্রটি ভাল ভাবে ফুটিয়ে তোলার জন্য সাধের চুল কেটে ফেলে, মাথা মুড়িয়ে ফেলতেও দ্বিধা বোধ করেননি। উদাহরণ হিসাবে বলা যায় শাবানা আজমির নাম। তবে এই তালিকায় নিজের নাম যোগ করতে নারাজ জাহ্নবী কাপুর। সম্প্রতি, এক সাক্ষাৎকারে জাহ্নবী একথা জানিয়েছেন। পাশাপাশি আরও জানান এই সিদ্ধান্ত নেওয়ার মূল কারণ তাঁর প্রয়াত মা শ্রীদেবী। পরিষ্কার করে 'বাওয়াল'-এর জানালেন,একাধিক ছবিতে ভাল কাজ করার তাগিদে শরীরে চোট আঘাত খেয়েছেন তিনি, ভেঙেছেন হাড়। কিন্তু কোনওদিন মাথার চুল কমাবেন না তিনি।
জাহ্নবীর কথায়, "চুল বেশি ছোট করে কেটে ফেললে রেগে যেত মা। ব্যাপারটা ভীষণ অপছন্দ ছিল তাঁর। মনে আছে, 'ধড়ক' ছবির শুটিংয়ের আগে চুল বেশ ছোট করে কাটিয়ে ফেলেছিলাম। বকা দিয়েছিল মা। কড়া গলায় জানতে চেয়েছিল এ কাজ কীভাবে করতে পারলাম আমি? তারপর জানিয়েছিল, কোনওদিন যেন অভিনয়ের প্রয়োজনে চুল কেটে ছোট করে না ফেলি"। শ্রীদেবী-কন্যা আরও জানান তাঁর লম্বা চুলে নিয়ম করে নিজের হাতে তেল মাখিয়ে দিতেন শ্রীদেবী। ওই কাজটি ভীষণ পছন্দের ছিল ওঁর।
তবে হ্যাঁ, ন্যাড়া না হলেও ভিএফএক্স-এর সাহায্যে কিংবা 'ব্যাল্ড ক্যাপ' পরে পর্দায় হেয়ার হতে কোনও অসুবিধে নেই তাঁর, জানিয়েছেন শ্রীদেবী-কন্যা।
প্রসঙ্গত, ২০১৮ সালে একটি অনুষ্ঠানে সপরিবারে দুবাইয়ে গিয়েছিলেন শ্রীদেবী। দুবাইয়ের হোটেলে স্নান করতে গিয়ে বাথটবে ডুবেই নাকি মৃত্যু হয়েছিল শ্রীদেবীর। দুবাই পুলিশের তরফেও জানানো হয় যে, দুর্ঘটনাবশত জলে ডুবে শ্রীদেবীর মৃত্যু হয়েছে।
