পুজোর দিন সব সময় শুভ। সব কাজের পক্ষে উপযুক্ত। তাই এই দিনকেই অনুরাগীদের সঙ্গে সন্তানের পরিচয় করানোর দিন হিসেবে বেছে নিলেন বাংলার দুই তারকা। এদিন সকালে ছেলে ধীরকে কোলে নিয়ে অনুরাগীদের পুজোর শুভেচ্ছা জানালেন গৌরব চক্রবর্তী-ঋদ্ধিমা ঘোষ। বিকেলে একই পথে হাঁটলেন অনীক ধর। এক মাস আগে তাঁর ছেলে হয়েছে। তিনিও সপরিবারে বাড়ির পুজোয় মেতে উঠেছেন। সেখানেই এক মাসের আদবানের মুখ দেখালেন তিনি। মেয়ে আদ্যা আর ছেলেকে কোলে নিয়ে ঠাকুর দালানে বসে অনীক আর দেবলীনা। প্রত্যেকে নতুন পোশাকে সুন্দর করে সেজেছেন। বাবার সঙ্গে রং মিলিয়ে একরত্তির গায়ে নীল পাঞ্জাবি! আদ্যাও বাবার মতোই সেজেছে নীল রঙের লেহেঙ্গায়। সেই ছবি দিয়ে সুরকার-গায়ক লিখেছেন, ‘আমার ও আমার পরিবাররে পক্ষ থেকে সবাইকে মহা সপ্তমীর শুভেচ্ছা। মা দুর্গা আপনাদের মঙ্গল করুন। এবং আপনাদের সর্বদা সুস্থ ও সুখী রাখুন।’ আলাদা আলাদা ছবিতে কখনও দেবলীনা, কখনও মেয়ে, কখনও তিনজনে মিলে পোজ দিয়েছেন।
?utm_source=ig_embed&utm_campaign=loading" data-instgrm-version="14" style=" background:#FFF; border:0; border-radius:3px; box-shadow:0 0 1px 0 rgba(0,0,0,0.5),0 1px 10px 0 rgba(0,0,0,0.15); margin: 1px; max-width:540px; min-width:326px; padding:0; width:99.375%; width:-webkit-calc(100% - 2px); width:calc(100% - 2px);">
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" background:#FFFFFF; line-height:0; padding:0 0; text-align:center; text-decoration:none; width:100%;" target="_blank">
View this post on Instagram
?utm_source=ig_embed&utm_campaign=loading" style=" color:#c9c8cd; font-family:Arial,sans-serif; font-size:14px; font-style:normal; font-weight:normal; line-height:17px; text-decoration:none;" target="_blank">A post shared by Aneek Dhar (@iamaneekdhar)
১১ সেপ্টেম্বর আদবানের জন্ম। অনীকের ছেলের নামের অর্থ সূর্য। সাতদিনের মাথায় ছেলের নামকরণ হয়। ঘটা করে ষষ্ঠীপুজোও করেন তিনি। প্রত্যেকবার ছেলের আনন্দ অনুষ্ঠানে শিল্পী সামিল করেছেন অনুরাগীদের। অনীকের ছেলের মুখ দেখে মহাখুশি অনুরাগীরা। প্রত্যেকে আদরে, আশীর্বাদে, ভালবাসায় ভরে দিয়েছেন।